The man fooled 20 restaurant by act Fake Heart Attack: পৃথিবীতে মানুষ কত প্রকারের হয়, আর ঠক বাজির কত উপায় মানুষ জানে এই প্রতিবেদন না পরলে আপনি জান্তেই পারবেন না। তিনি স্পেনের এক বাসিন্দা, যার সর্বদাই পছন্দ করেছেন এলাহী খাবার, সেই কারণে প্রতিদিনই বিভিন্ন রেস্তোরাঁতে গিয়ে পান ভোজন ইত্যাদি সারতেন। কিন্তু সমস্যা দেখা দিত বিল মেটানোর সময়। যখনই বিল দেওয়ার সময় হত তখনই তিনি হার্ট অ্যাটাকের বাহানা করতেন। ভাবছেন মিথ্যা বলছি কিন্তু না একেবারে সত্যি কথা। ব্যক্তির ওই অবস্থা দেখে রেস্তোরাঁ কতৃপক্ষ ভুলেও তার কাছে বিল চাইতেন না বরং তাড়াতাড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করতেন।
স্পেনের কোর্সটা ব্ল্যাঙ্ক এলাকার ২০টি রেস্তরাঁকে মিথ্যা হার্ট অ্যাটাকের (Fake Heart Attack Man) নাটক করে ঘোল খাইয়েছেন পঞ্চাশ বছর বয়সী এই ব্যক্তি। তবে পুলিশ ব্যক্তির পরিচয় প্রকাশ্যে আনেন নি। বিভিন্ন রেস্তরাঁতে গিয়ে পেটপুরে খাওয়া দাওয়া করার পর যখনই সময় আসত বিল মেটানোর তখনই তিনি হার্ট অ্যাটাকের ভান করতেন এবং জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যেতেন। ব্যক্তির ওরকম শারীরিক অবস্থায় মানবিক রেস্তরাঁ কর্তৃপক্ষ প্রৌঢ়কে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতেন। ফলে আর বিল দিতে হত না তাঁকে।
তার এই হার্ট অ্যাটাকের (Fake Heart Attack Man) নাটক দিব্যি চলছিল। এইভাবে মোট কুড়িটি রেস্তোরাঁকে বোকা বানিয়েছিলেন তিনি। কিন্তু যত বিপত্তি ঘটলো একুশ নম্বর রেস্তোরাঁতে গিয়ে। তার এই সুন্দর শরীরের কারনেই মূলত তাই নাটক ধরা পড়ে গেলো সেখানে। বর্তমানে অবশ্য তিনি শ্রীঘরে আছেন।
এইভাবেই নাটক (Fake Heart Attack Man) করে দিব্যি কেটে যাচ্ছিল তিন কিন্তু এক রেস্তোরাঁর মালিকের সন্দেহ হওয়াতে তিনি ওই ব্যক্তির ছবি অন্যান্য রেস্তোরাঁর মালিকদের কাছে পাঠান। এই বিষয়ে সকলকে সতর্ক থাকতে বলেন। গত মাসে যখনই তিনি একটি রেস্তোরাঁতে গিয়ে পানভোজন করেন এবং তার বিল হয় ৩৭ ডলার, একই পদ্ধতি অবলম্বন করে পালানোর চেষ্টা করেন।
পালাতে গিয়ে যখনই তিনি ধরা পড়ে যান তখনই হার্ট অ্যাটাকের ভান করেন এবং জ্ঞান হারিয়ে মাটিতে শুয়ে পড়েন। রেস্তোরাঁর কর্তৃপক্ষ আগে থেকেই সতর্ক ছিল, তাই তাকে হসপিটালে না পাঠিয়ে লিখে পাঠানো হয় পুলিশ প্রশাসনকে। পুলিশ এসে সেই ব্যক্তিকে তৎক্ষণাৎ গ্রেফতার করে।