Smart watch cum phone will get the fun of both in one: বর্তমান যুগে প্রযুক্তি অনেকটাই এগিয়ে গেছে, প্রতিনিয়ত নতুন কিছু না কিছুর উদ্ভাবন হচ্ছে। যা মানুষকে অবাক করে দিচ্ছে দিনকে দিন। আসছে নতুন নতুন ফিচারস এবং ডিভাইস। স্মার্টফোনের দুনিয়াতে এবার আসতে চলেছে এক দুর্দান্ত চমক। আপনারা কি ঘড়ি এবং ফোন একসাথে দেখেছেন কখনো (Smart watch cum phone)? না দেখলে আপনার জন্য এই সংস্থা নিয়ে এলো এক অভিনব সৃষ্টি।
প্রযুক্তির জগতে মটোরোলা নিয়ে এলো গ্রাহকদের জন্য দুর্দান্ত উপহার (Smart watch cum phone)। বেন্ড করা স্মার্টফোন ইতিমধ্যেই লঞ্চ হয়ে গেছে মার্কেটে। তাহলে এর মধ্যে নতুনত্ব আর কি রয়েছে জানেন কি? মটোরোলার এই নয়া স্মার্টফোন আপনি বেন্ড করে হাতে পরতে পারবেন। মার্কেটে আগে যেসব স্মার্টফোন লঞ্চ হয়েছিল তাতে এই সুবিধা ছিল না। সংস্থা প্রথমবার লেনেভো টেক ওয়ার্ল্ড ২০২৩-এ এই ডিভাইসটি সামনে নিয়ে আসে। এর অত্যাধুনিক ফিচারস আপনাকে অবাক করবে অবশ্যই।
মটোরোলার নতুন এই স্মার্টফোন এ (Smart watch cum phone) আপনি কি কি সুবিধা পাবেন? হাতঘড়ি যেরকম বেঁকিয়ে পরা যায়, তেমনি স্মার্টফোনটি আপনি চাইলে বেকাতে পারবেন। ৬.৯ ইঞ্চি FHD ডিসপ্লে যুক্ত এই স্মার্টফোনটি দেখতে অনেকটা স্মার্টওয়াচের মত। সংস্থার দাবি অনুযায়ী, এই স্মার্টফোনে থাকবে একাধিক কানেক্টিভিটি অপশন এবং ফিচার্স।
কিন্তু এই স্মার্টফোনটি (Smart watch cum phone) আপনি চাইলেই ঘড়ির মত হাতে পরতে পারবেন না। সম্প্রতি সংস্থা এই ফোনের বিষয়ে একটি কনসেপ্ট প্রকাশ করেছে। তার ভিত্তিতে আগামী দিনে স্মার্টফোন তৈরি করে বাজারে লঞ্চ করবে মটোরোলা। আপনি চাইলেই এই ফোনটিকে বাইপড হিসেবে ব্যবহার করতে পারবেন। এর অর্থ হলো এটিকে সহজেই দাঁড় করিয়ে রাখা যাবে। অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের মতোই এতে রয়েছে ৬.৯ ইঞ্চি ডিসপ্লে যা বিভিন্ন ধরনের কাজ করতে পারবে। ৪.৬ ইঞ্চি ডিসপ্লে-তে ফোনের নানান তথ্য দেখা যাবে।
Remember when we thought flip phones were cool?
Motorola's taking it to a new level with their bendable phone prototype.
Wrap it, flex it, wear it like a watch.
The future of phones looks… bendy? ?Motorola's playing it close to the chest, but we're all ears (and eyes) for… pic.twitter.com/uI8XKIpB1M
— Bad AI (@Bad_AI_) October 25, 2023
মটোরোলার এই নতুন ফোনটি কিন্তু ফোল্ডেবেল স্মার্টফোন Motorola Razr Plus-এর মতো কাজ করবে। কিন্তু ফোনটির মধ্যে কিভাবে ব্যাটারি ও চিপসেট ফিট করবে মটোরোলা সেইটা এখনো বড় প্রশ্ন। ফোনের কনসেপ্টে প্রকাশ করলেও, কবে এটি মার্কেটে আসবে সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। আগামী দিনে সংস্থা আনতে চলেছে MotoAI। MotoAI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় কোম্পানিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। কিন্তু ইউজার যখন একটি ছবি তুলে এই টুলে আপলোড করবে AI-এর দ্বারা একটি মানানসই ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেবে MotoAI। যা সেই ইউজার নিজের ওয়ালপেপার হিসাবেও ব্যবহার করতে পারবেন।