নিজস্ব প্রতিবেদন : দেশের প্রায় এক কোটি মানুষ প্রতিদিন রেল পরিষেবার ওপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। রেল পরিষেবার ওপর এমন ব্যাপক নির্ভরশীলতার কথা মাথায় রেখেই ভারতীয় রেলকে (Indian Railways) বলা হয় গণপরিবহনের লাইফ লাইন। রেলের তরফ থেকেও দেশের সাধারণ যাত্রীদের জন্য নতুন নতুন উপহার দেওয়া হয়ে থাকে।
রেলের তরফ থেকে সাধারণ যাত্রীদের জন্য নতুন নতুন উপহার দেওয়ার ক্ষেত্রে তালিকায় প্রথম রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এটি এমন একটি প্রিমিয়াম ট্রেন যা সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে এবং এই মুহূর্তে দেশের অন্যতম সেমি হাই স্পিড ট্রেন। তবে এই ট্রেনের টিকিটের দাম অনেক বেশি হওয়ার কারণে সবার পক্ষে তাতে চড়া সম্ভব হয় না।
রেলের তরফ থেকে এই কথা মাথায় রেখেই আনা হচ্ছে নন এসি বন্দে ভারত যা বন্দে ভারত সাধারণ বা গরিবের বন্দে ভারত নামেও পরিচিত। এছাড়াও এই ট্রেনটিকে বলা হচ্ছে পুশ পুল ট্রেন। অক্টোবর মাসেই এই ট্রেন রেল ট্র্যাকে ছুটতে শুরু করবে। যে কারণে ইতিমধ্যেই রেলের তরফ থেকে পাঁচটি রুট ঠিক করা হয়েছে। যে পাঁচটি রুট ঠিক করা হয়েছে তার মধ্যে আবার একটি রুট রয়েছে হাওড়া থেকে অর্থাৎ বাংলায়।
নতুন এই ট্রেন বন্দে ভারতের ধাঁচে করা হয়েছে। তবে এই ট্রেনে কোন এসি কামরা থাকবে না। ট্রেনটিতে থাকবে স্লিপার ক্লাস সহ মোট ২২ টি কোচ। যার মধ্যে ১২টি স্লিপার এবং ৮টি জেনারেল। এছাড়াও দুটি কোচ রাখা হচ্ছে গেজ ফ্যান মোট হিসাবে। এই ট্রেনে সিসিটিভি ক্যামেরা থাকার পাশাপাশি ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড থাকবে যেখানে বিভিন্ন তথ্য প্রদান করা হবে। এছাড়াও প্রতিটি আসনে থাকবে চার্জিং পয়েন্ট সহ অন্যান্য বিভিন্ন সুবিধা। এই ট্রেনের সামনে এবং পিছনে দুটি লোকোমোটিভ থাকবে। এর ফলে ট্রেনটি অনেক অল্প সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে পারবে এবং ট্রেনের যাত্রা অনেক স্বাচ্ছন্দ্য হবে।
যে পাঁচটি রুটে এই ট্রেন চালানো হবে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে তা হল, পাটনা থেকে নিউ দিল্লি, হাওড়া থেকে নিউ দিল্লি, হায়দ্রাবাদ থেকে নিউ দিল্লি, মুম্বাই থেকে নিউ দিল্লি এবং এরনকুলাম থেকে গুয়াহাটি। সূত্র মারফত পাওয়া রুট থেকে জানা যাচ্ছে এই পাঁচটি রুটের মধ্যে হাওড়া থেকে নিউ দিল্লি একটি রুট পাওয়া যাবে যেটি বাংলার জন্য।