Kamal Khushlani: টাটা, আম্বানি ফেল! ধারের ১০০০০ দিয়ে শুরু করে আজ কোটি কোটি টাকার ব্যবসা গড়েছেন ইনি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Kamal Khushlani is serious counterpart of Ambani, Tata, Birla in business: ভারতের পুরুষদের কাছে মুফতি একটি অতি জনপ্রিয় পোশাকের ব্র্যান্ড। বর্তমানে এদেশের বাজারে মধ্য প্রিমিয়াম এবং প্রিমিয়াম পুরুষদের পোশাকের ক্ষেত্রে একটা বড় জায়গা করে নিয়েছে এই ব্র্যান্ডটি। পোশাকের এই জনপ্রিয় ব্র্যান্ডটির আয় ২০২২-২০২৩ আর্থিক বর্ষে দাঁড়িয়েছিল প্রায় ৫০০ কোটি টাকা। কিন্তু জানেন কি এই জনপ্রিয় ব্র্যান্ডটির মালিক কে? আর কামাল খুশলানী (Kamal Khushlani) বা কে?

Advertisements

এতক্ষণে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পারছেন। কামাল খুশলানী (Kamal Khushlani) হলেন এই ব্র্যান্ডের মালিক। কিন্তু আপনি জানলে আশ্চর্য হবেন যে আজকের নামিদামি এই ব্র্যান্ডটি শুরু করার আগে মুফতির প্রতিষ্ঠাতা তাঁর এক আত্মীয়ের কাছ থেকে ১০,০০০ টাকা ধার করেছিলেন। মাত্র ১৯ বছর বয়সে নিজের বাবাকে হারিয়েছিলেন কামাল খুশলানী। তিনি ছিলেন খুবই সাধারণ একটি ঘরের সন্তান। কিভাবে এত বড় সাম্রাজ্য গড়ে তুললেন তিনি?

Advertisements

বাবার অবর্তমানে নিজের পরিবারের আর্থিক অবলম্বন হওয়ার জন্য একটি ক্যাসেট কোম্পানিতে কাজ করতেন তিনি। কিন্তু বরাবরই মনের সুপ্ত ইচ্ছা ছিল তৈরি করবেন নিজের একটি ফ্যাশন ব্র্যান্ড। অবশেষে নিজের অদম্য ইচ্ছা এবং পরিশ্রম দ্বারা তিনি গড়ে তুলেছেন আজকের মুফতি ফ্যাশন ব্র্যান্ড। আশা করি এদেশের পুরুষ সমাজের কাছে এই নামটা যথেষ্টই জনপ্রিয়।

Advertisements

কামাল খুশলানী (Kamal Khushlani) ১৯৯২ সালে পুরুষদের শার্টের জন্য মিস্টার অ্যান্ড মিস্টার নামে একটি উৎপাদন সংস্থা খোলেন। কোম্পানিটি খোলার জন্য তাকে আত্মীয়ের কাছ থেকে টাকা ধার করতে হয়েছিল। তিনি ওয়ার্কশপে শার্ট তৈরি করতেন। কামালের কাছে অফিস ভাড়া নেবার মতো অর্থ ছিল না। তাই প্রথমে নিজের বাড়ি থেকে অফিস এবং গুদামে পরিণত করেন। বর্তমানে মুফতির এদেশে ৩৭৯টি এক্সক্লুসিভ ব্র্যান্ড স্টোর, ৮৯টি বড় স্টোর এবং ১৩০৫টি মাল্টি – ব্র্যান্ড আউটলেট আছে। মুফতির বিভিন্নরকম পণ্যের মধ্যে রয়েছে শার্ট, জিন্স, ট্রাউজার, টি-শার্ট, শর্টস, ব্লেজার এবং শীতকালীন পোশাক, এছাড়াও আছে জুতো।

Kamal Khushlani

তিনি (Kamal Khushlani) তার মুফতি ব্র্যান্ড শুরু করেন ১৯৯৮ সালে। কামাল প্রথমদিকে বাইকে কয়েক কেজি কাপড় লোড করে ওয়ার্কশপে নিয়ে যেতেন। জামাকাপড় তৈরি হলে একই বাইকে বোঝাই করে বিক্রি করতে বের হতেন। ২০০০ সালের পর থেকে মুফতি নিজের জনপ্রিয়তা পেতে থাকে এবং এদেশের মানুষেরা মুফতির জিন্স কিনতে শুরু করে। মুফতি এমন একটি কোম্পানি যেটা প্রথম স্টেচেবেল জিন্স তৈরি করে। বর্তমানে এটি রিলায়েন্স রিটেল এবং রতন টাটার ওয়েস্টসাইড-সহ বেশ কয়েকটি ব্র্যান্ড এবং ব্যবসায়িক হাউসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। যা অন্য জিনিসের পাশাপাশি কাপড় এবং জুতো বিক্রির ব্যবসায় রয়েছে।

Advertisements