২০২৪-এই আসছে বন্দে ভারত স্লিপার্স! কেমন হবে অন্দরমহল, দেখালেন রেলমন্ত্রী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন যত এগোচ্ছে ভারতীয় রেল (Indian Railways) ততই উন্নত হচ্ছে। ভারতের মাটিতে ব্রিটিশ আমলে বিছানো রেল পরিষেবা এখন ধাপে ধাপে উন্নতির শিখরে পৌঁছে গিয়েছে। এখন দেশের মাটিতে প্রতিদিন ১২ হাজারের বেশি যাত্রীবাহী ট্রেন এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করে থাকে। এই সকল ট্রেনের ওপর ভর করে প্রতিদিন প্রায় এক কোটি মানুষ পৌঁছে যান নিজেদের গন্তব্যে।

Advertisements

রেল পরিষেবায় বৈপ্লবিক যে সকল পরিবর্তন আসছে তার ফলেই দেশের মানুষ আরও অনেক স্বাচ্ছন্দে এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছে যাচ্ছেন। পৌঁছে যাওয়ার ক্ষেত্রে সময়ও এখন অনেক কমে আসছে। রেল পরিষেবায় সম্প্রতি যে সকল বৈপ্লবিক পরিবর্তন এসেছে তার মধ্যে অন্যতম হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। আগামী দিনে আসছে বন্দে মেট্রো, বন্দে ভারত স্লিপার্স (Vande Bharat Sleepers) এবং বুলেট ট্রেনের মত ট্রেন।

Advertisements

বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই ভারতের ৩৫টি রুটে যাতায়াত করছে। তবে এই সকল প্রত্যেকটি ট্রেন মূলত ৫০০ কিলোমিটারের মধ্যে যাতায়াত করার কারণে এগুলিতে স্লিপার কোচ নেই। আগামী দিনে আরও দূরত্বে বন্দে ভারত চালানোর জন্য রেলের তরফ থেকে বন্দে ভারত স্লিপার্স কোচ তৈরীর কাজ শুরু করে দেওয়া হল। রেলমন্ত্রী আশ্বাস দিয়েছেন, বন্দে ভারত স্লিপার্সের চাকা ২০২৪ সালেই দেশের মাটিতে গড়াবে।

Advertisements

বন্দে ভারত স্লিপারস ট্রেন কবে যাত্রা শুরু করবে তা জানানোর পাশাপাশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেখিয়েছেন বন্দে ভারত স্লিপার্সের অন্দরমহল কেমন হতে চলেছে। তিনি কতকগুলি ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে আপলোড করেছেন। যে ছবিগুলি দেখে শুধু এটুকুই বলা যায়, আগামী দিনে ট্রেন সফর ভারতীয় নাগরিকদের কাছে বিমান সফরের সমতুল্য হতে চলেছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বন্দে ভারত স্লিপার্সের অন্দরমহলের যেসব ছবি শেয়ার করেছেন তাতে স্পষ্ট, এই ট্রেনের অন্দরমহল অন্যান্য ট্রেনের অন্দরমহলে থেকে পুরোপুরি আলাদা হতে চলেছে। এর আগেও এই ধরনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তবে এবার খোদ রেলমন্ত্রী এই সকল ছবি শেয়ার করে দেশবাসীকে জানিয়ে দিলেন আগামী দিনে তারা কেমন ট্রেনে সফর করবেন।

Advertisements