নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশজুড়ে চলছে উৎসবের মরশুম। উৎসবের এই মরশুমে সরকারি কর্মচারীদের পোয়াবারো। মিলছে টানা ছুটি। তবে কিছুটা হলেও বেশি ছুটি রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের (West Bengal Government Employees)। দুর্গা পুজোর সময় থেকে টানা ছুটি শুরু হয় আর সেই ছুটি শেষ হয়ে সোমবার থেকে খুলেছে অফিস কাছারি।
টানা ১৮ দিনের ছুটির পর সোমবার অফিস খুলতেই অনেকের মন খারাপ। যদি আরও দিন কয়েক ছুটি পাওয়া যেত তাহলে বেশ ভালই হতো এমনটাই মনে মনে হয়তো ভাবছেন অনেক কর্মচারীরা। তবে মন খারাপ করে লাভ নেই, কেননা নভেম্বর মাসের রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য চারটি বাড়তি ছুটির ঘোষণা করা হয়েছে। চারটি বাড়তি ছুটির ঘোষণার ফলে সরকারি কর্মচারীরা ফের টানা ছুটি পাবেন কালী পুজোর সময়।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চলতি বছর দুর্গাপুজোর সময় চতুর্থীর দিন থেকে ছুটি ঘোষণা করা হয়েছিল এবং সেই ছুটি শেষ হয় গত শুক্রবার। এরপর শনিবার এবং রবিবারের সাধারণ ছুটির পর সোমবার অফিস কাছারি খুলেছে। এবার দেখে নেওয়া যাক কালীপুজোর সময় বাড়তি ছুটি মিলে রাজ্য সরকারি কর্মচারীদের ঠিক কতদিন ছুটি দিচ্ছে!
এই বছর কালীপুজো পড়েছে ১২ নভেম্বর। কিন্তু ওই দিন রবিবার হওয়ার কারণে সরকারি কর্মচারীদের ছুটি মার যাচ্ছে। তবে রাজ্য সরকারের তরফ থেকে সরকারি কর্মচারীদের মন রাখতে ১৩ এবং ১৪ নভেম্বর অতিরিক্ত ছুটির ঘোষণা করেছে। তারপরের দিন অর্থাৎ ১৫ নভেম্বর ভাইফোঁটা, ওই দিনও ছুটি রয়েছে। আবার একই দিনে বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষেও ছুটি দিয়েছে রাজ্য সরকার। অন্যদিকে এরপর দিন অর্থাৎ ১৬ নভেম্বর বৃহস্পতিবার একটি বাড়তি ছুটি দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে।
অন্যদিকে এবার ছট পুজো পড়েছে ১৯ নভেম্বর। ঐদিন আবার রবিবার পড়ে যাওয়ার ফলে ছুটি মার যাচ্ছে। তবে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের দুঃখ দূর করতে ২০ নভেম্বর অর্থাৎ সোমবার বাড়তি ছুটির ঘোষণা করেছে। এই হিসাব করলে দেখা যাবে নভেম্বর মাসের রাজ্য সরকারি কর্মচারীরা মোটামুটি ভাবে ১১ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত একপ্রকার টানা ছুটিই পাচ্ছেন। ২০ নভেম্বরের পর আবার ২৭ নভেম্বর গুরু নানকের জন্মদিন উপলক্ষে ছুটি রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের।