Viral video of returning daughter home after divorce: এদেশে বিয়ের পরে একটি মাত্র চিত্রই সাধারনত দেখা যায়, মেয়েরা তার শ্বশুরবাড়িতে ধুমধাম করে বিয়ের পরে যায় এবং সেখানে সুখে সংসার করে। বাপের বাড়ি থেকে যখন তারা বিদায় নেয় বাজনা ফাটে এবং শত বিষাদের যন্ত্রণা আস্তে আস্তে ম্লান হয়ে যায়। কিন্তু একেবারে অন্য চিত্র ধরা পরল সোশ্যাল মিডিয়ার পর্দায় (Viral Video)। মেয়ের ডিভোর্সের পর তাকে বাজনা বাজিয়ে স্বসম্মানে মাথা উঁচু করে নিজের বাপের বাড়িতে নিয়ে আসলেন তার বাবা প্রেম কুমার গুপ্তা। কোথায় ঘটলো এই আশ্চর্য ঘটনা?
ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাঁচি শহরে। প্রেমকুমার গুপ্তার মেয়ে সাক্ষীর বিয়ে হয় ঝাড়খণ্ডের ইলেক্ট্রিসিটি ডিস্ট্রিবিউশন কম্পানিতে অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার সচিনের সঙ্গে। বিয়ে সম্পন্ন হয়েছিল ২০২২ সালের ২৮ এপ্রিল। তারপর থেকেই দম্পতির মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। প্রেম কুমার গুপ্তা অবশ্য বলেন যে, নিজের বিয়ে কি টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে গেছে সাক্ষী। কিন্তু তার স্বামীর আগে দুটো বিয়ে ছিল। পরিস্থিতি খারাপ বুঝে এবং শ্বশুরবাড়িতে অত্যাচার বাড়ার কারণে তিনি তার মেয়েকে নিয়ে আসেন নিজের কাছে। ধুমধাম করে উৎসবের মতো মেয়েকে বাড়িতে প্রবেশ করার ভিডিও ভাইরাল (Viral Video) হয় সোশ্যাল মিডিয়াতে।
সাক্ষীকে শ্বশুরবাড়ি থেকে রীতিমতো বের করে দেওয়া হয়। ঘটনা জানাজানি হতে সময় লাগেনি বেশিদিন। সাক্ষীর স্বামী আগে আরো দুটো বিয়ে করেছিলেন এবং সেই বিষয়ে কিছুই জানানো হয়নি সাক্ষীর পরিবারকে। পরিস্থিতি যখন হাতের বাইরে বেরিয়ে যায় তখনই সিদ্ধান্ত নেওয়া হয় ডিভোর্সের। একেবারে চিরাচরিত প্রথা থেকে বেরিয়ে অন্য পথে হাঁটা শুরু করেন সাক্ষী ও তার পরিবার। ভাইরাল ভিডিওতে (Viral Video) তারই ঝলক ফুটে উঠেছে।
অবশেষে অভিযোগ দায়ের করা হয় স্বামীর বিরুদ্ধে এবং ডিভোর্সের পথে হাঁটা শুরু হয়। বিবাহকে কোনোভাবেই আর পুনরুদ্ধার করা যাচ্ছে না। বহু আইনি ঝামেলা মিটানোর পর অবশেষে ডিভোর্স পান সাক্ষী। এই পরিস্থিতিতে যে কারোর মানসিক অবস্থা যথেষ্ট জটিল হতে পারে। সেটাই অনুমান করে এই পদক্ষেপ নেন সাক্ষীর বাবা। মেয়ের যাতে কোনরকম মানসিক প্রভাব না পড়ে তার জন্য মেয়েকে সসম্মানে বাজি ফাটিয়ে উৎসব পালন করে বাড়িতে প্রবেশ করান তিনি। সেই ভিডিওই নিমেষে ভাইরাল (Viral Video) হয় নেট দুনিয়াতে।
সাক্ষী বাড়ি ফেরার ভিডিও ক্যামেরাবন্দি করা হয়, নাচে, গানে, আনন্দ করে এবং বাজি ফাটিয়ে সেই উৎসবকে পালন করা হয়। যেভাবে কনেযাত্রী বিয়ের পর কনের শ্বশুরবাড়ি বা বরযাত্রী বিয়ের দিন কনের বাড়ি যায়, সেভাবেই উৎসব করে সাক্ষীকে ফিরিয়ে আনা হয়। আর সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সারা ফেলে দিয়েছে।