Check out the list of November holidays at a glance: বাঙালি ছাড়াও অন্যান্য সব জাতির কাছে এখন উৎসবের মরশুম। সবে শেষ হয়েছে দুর্গাপূজা এবং নবরাত্রি কিন্তু সামনেই আসতে চলেছে একাধিক ছুটি। এদেশের একেকটি রাজ্যে একেক রকম উৎসব পালন করা হলেও দিওয়ালির পরে বিভিন্ন জায়গায় পালিত হবে ভাইফোঁটা। এরপরে একাধিক রাজ্যে ছট পুজোর আড়ম্বর লক্ষ্য করা যায়। তবে কোন রাজ্যে কোন কোন দিন সরকারি ছুটি আছে চটজলদি দেখে নিন (Holiday list of November)।
দুর্গাপূজা এবং নবরাত্রির ছুটির পরেই সবার মনে বিষাদের সুর। ছুটির আমেজ কাটতে না কাটতে আবার ফিরে যেতে হবে রোজকার একঘেয়ে জীবনে। ফের শুরু হয়ে যাবে টানা অফিস। কিন্তু সামনেই আসতে চলেছে বড় ছুটি। দিওয়ালি ও ভাইফোঁটা মিলিয়ে একটা ছুটি তো পাওয়া যাবে, কিন্তু ছটপুজোতে আদৌ সরকারি ছুটি রয়েছে (Holiday list of November)? এই ব্যাপারে সবাই জানতে উৎসুক।
শুধুই রাজ্যেই নয়, গোটা দেশ ১২ই নভেম্বর পালন করবে আলোর উৎসব দিওয়ালি। কালীপুজো এবং দিওয়ালি মিলিয়ে সব জায়গাতেই স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস এবং ব্যাঙ্ক বন্ধ থাকে। কিন্তু রবিবার পড়াতে একটা ছুটির দিন তালিকা থেকে বাদ চলে গেছে। তাহলে কিভাবে ছুটি পাওয়া যাবে (Holiday list of November) বিস্তারিত জানতে প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।
১৩ ই নভেম্বর অর্থাৎ সোমবার গোবরধন পুজো উপলক্ষে সরকারি ছুটি থাকবে উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশ, গুজরাট, বিহার এবং দিল্লিতে। আবার ১৫ ই নভেম্বর এই রাজ্যে তথা সমগ্র দেশে ধুমধাম করে পালন করা হবে ভাইফোঁটা কিংবা ভাইদুজ উৎসব। সে ক্ষেত্রে সাধারণত সরকারি ছুটি থাকে (Holiday list of November)। কিন্তু জানেন কি ছট পুজোর ছুটি আদৌ কবে পাওয়া যাবে? ১৭, ১৯ না ২০ নভেম্বর? একটা বিভ্রান্তি সৃষ্টি হলেও গোটা দেশে ছট পুজোর সরকারি ছুটি পাওয়া যায় না। একাধিক রাজ্যে ছটের ছুটির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নিয়ম চালু রয়েছে।তবে চলতি বছর ছটের উৎসব শুরু হচ্ছে আগামী ১৭ নভেম্বর। চলবে সোমবার, ২০ নভেম্বর পর্যন্ত। চারদিনের এই উৎসবে বিহার, ঝাড়খণ্ডে ২০ নভেম্বর সরকারি ছুটি থাকবে।
দুই রাজ্যে ওইদিনগুলো সমস্ত সরকারি দফতর, স্কুল, কলেজ, আদালত বন্ধ থাকবে। রাঁচি এবং পটনার সব ব্যাঙ্কও বন্ধ থাকবে ২০ নভেম্বর অর্থাৎ সোমবার। রাজ্যের সরকারি কর্মীরা অবশ্য গত দু’বছর ধরে ছট উপলক্ষে জোড়া ছুটি পেয়েছিলেন। ২০২৩ সালে ছট পুজোর জন্য এ রাজ্যে ছুটি থাকবে ২০ নভেম্বর। আবার, আগামী ১৭ নভেম্বর ছট উৎসব শুরু হবে বলে ভোটের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে আম আদমি পার্টি। মধ্যপ্রদেশে ১৭ নভেম্বর পড়েছে (দ্বিতীয় দফা)ভোট এবং ছত্তিশগড়ের ভোট ওই একই দিনে হবে। তার মধ্যে ছত্তিশগড়ের ভোট পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে।