Plastic chairs: প্লাস্টিক টুল বা চেয়ারের মাঝে ছিদ্র থাকে, কিন্তু তার কারণ জানেন কি!

Prosun Kanti Das

Published on:

Advertisements

The cause of the holes in the middle of plastic tool or chair: প্লাস্টিকের চেয়ার (Plastic chairs) সবাই প্রায় দেখেছেন, এমনকি ওজনে হালকা হবার কারণে এই ধরনের চেয়ার কিংবা টুল ব্যবহার করাটা খুব সহজ। বাড়িতে সাজানোর জন্য অর্থাৎ সৌন্দর্য বৃদ্ধির জন্য প্লাস্টিকের চেয়ার অনেকেই ব্যবহার করে থাকেন। কারণ এটি দেখতেও সুন্দর হয় এবং রংবেরংয়ের হয়ে থাকে। কিন্তু এই প্লাস্টিকের চেয়ার সম্পর্কে বহু অজানা তথ্য আছে যা সাধারণ মানুষ জানে না।

Advertisements

প্লাস্টিক চেয়ারে(Plastic chairs)তো আমরা সবাই বসি কিন্তু এর মাঝখানে কেন ছিদ্র থাকে তার আসল কারণ আমরা অনেকেই জানিনা। প্লাস্টিকের চেয়ার কিংবা টুলের মাঝখানে লক্ষ্য করে দেখবেন একটা ছোট ছিদ্র থাকে। সেই গোল ছিদ্র ধরে চেয়ারটিকে তুলতে সুবিধা হয়। কিন্তু এই গোল ফুটো শুধুমাত্র ধরার সুবিধার জন্য করা নয়, এর পেছনে লুকিয়ে আছে অন্য এক রহস্য।

Advertisements

এর পেছনের গুরুত্বপূর্ণ কারণটি জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। খেয়াল করে দেখবেন প্লাস্টিকের চেয়ার বিয়ে বাড়ি থেকে শুরু করে বিভিন্ন মিটিং, মিছিল, নানা রকম অনুষ্ঠান বাড়ির সব জায়গাতেই ব্যবহার করা হয়। ভালো করে খেয়াল করে দেখবেন কোন অনুষ্ঠানের সময় চেয়ার কিংবা টুলগুলিকে সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। আর যখন অনুষ্ঠান শেষ হয়ে যায় তখন প্লাস্টিকের চেয়ারগুলিকে (Plastic chairs) একটার পর একটা সাজিয়ে রাখা হয়ে থাকে।

Advertisements

এইভাবে সাজানোর ফলে একটি থাক তৈরি হয় এবং একটি থাকে কমপক্ষে ১০ থেকে ১৫ টা করে চেয়ার (Plastic chairs) থাকতে পারে। সেই চেয়ারের থাক থেকে প্রয়োজন মত চেয়ার নিয়ে মানুষ বুঝতে পারে এবং প্রয়োজনে সাজাতে পারে। কিন্তু কেন এইভাবে সাজানো হয়? তার পেছনেই কিন্তু লুকিয়ে রয়েছে আসল কারণটি।

চেয়ারগুলি এভাবে সাজানোর ফলে উপরের চেয়ারটির তলার অংশ এবং নিচের চেয়ারটির বসার অংশের মাঝে ফাঁক প্রায় থাকেনা বললেই চলে। সেই কারণে খুবই কম পরিমাণে হাওয়া খেলার উপায় থাকে। ফুটোটা রাখা হয় যাতে সেখানে হাওয়া খেলতে পারে এবং চেয়ারগুলি নিজেদের মধ্যে আটকে না যায়। থাক থেকে একটি চেয়ার নিতে শক্তি প্রয়োগ করতে হয় না সহজেই তা উঠে আসে। তাই যখন সাজানো চেয়ার থেকে সবচেয়ে ওপরের চেয়ারটি কেউ বসার জন্য তুলে নেন তাকে কোনরকম কষ্ট করতে হয়না।

Advertisements