আচমকা উধাও শীতের আমেজ, ৫ জেলায় বৃষ্টির ভ্রুকুটি, ফের কবে ফিরবে ঠাণ্ডা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ধীরে ধীরে বেশ ভালই সুর চড়াচ্ছিল শীত (Winter)। বিশেষ করে সন্ধ্যা এবং সকালের দিকে ভালোই শীত অনুভব করা যাচ্ছিল। এমনকি গ্রামাঞ্চলে বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই শীতবস্ত্র পরা শুরু করে দিয়েছিলেন অনেকেই। কিন্তু আচমকা সব কোথায় যেন উধাও হয়ে গেল। আচমকা এইভাবে সুর চরিয়েও শীতের উধাও হয়ে যাওয়ার মূলে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং উত্তর-পূর্ব ও পূবালী হাওয়া। এসবের জেরে দক্ষিণবঙ্গের (South Bengal) ৫ জেলায় এখন বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।

Advertisements

গত রবিবার থেকেই হালকা শীতের আমেজ ধীরে ধীরে উধাও হতে শুরু করে। কারণ ওই সময় থেকেই উত্তর-পূর্ব হাওয়ার দক্ষিণবঙ্গে ঢুকতে শুরু করে এবং পরে পূর্ব হাওয়া ঢোকে। এর ফলে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকতে শুরু করে দক্ষিণবঙ্গের আকাশে। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢোকার ফলে আবহাওয়ার উল্টো পুরাণ শুরু হয়েছে। ধাপে ধাপে ফের একবার তাপমাত্রার পারদ ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে।

Advertisements

বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গের আকাশে প্রবেশ করা জলীয়বাষ্পের ফলে আজ অর্থাৎ বৃহস্পতিবার এবং আগামীকাল অর্থাৎ শুক্রবার একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের মূলত ৫ জেলার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে বলেও জানানো হয়েছে। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে এমন নয়, ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবারের পাশাপাশি শনিবারেও হালকা বৃষ্টি রেস থেকে যেতে পারে।

Advertisements

যে সকল জেলায় মূলত বৃষ্টির দেখা মিলতে পারে সেই সকল জেলাগুলি হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া ইত্যাদি। এই সকল জেলা ছাড়াও দক্ষিণবঙ্গের আরও বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোন এলাকাতেই বৃষ্টির পরিমাণ খুব বেশি হবে না বলেই জানানো হয়েছে। অন্যদিকে এই ৫-৬ টি জেলা ছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা মূলত শুষ্ক থাকবে।

ফের কবে শীতের আমেজ শুরু হবে দক্ষিণবঙ্গে? হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে চলতি সপ্তাহে শীতের আমেজের প্রত্যাবর্তন সম্ভব নয়। তাদের তরফ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহে পুনরায় আবহাওয়ার পরিবর্তন আসতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে পুনরায় রাতের তাপমাত্রা নামতে শুরু করবে এবং শীতের আমেজ ফের অনুভব হতে শুরু করবে।

Advertisements