নিজস্ব প্রতিবেদন : দেশের যেকোনো আর্থিক প্রতিষ্ঠানে যাতে গ্রাহকদের সঞ্চিত টাকার কোন এদিক ওদিক না হয় তার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সবসময় তাদের ওপর নজরদারি চালায়। নজরদারি চালানোর ক্ষেত্রে কোথাও কোনো রকম অসঙ্গতি মিললেই সেই সকল আর্থিক প্রতিষ্ঠানের উপর জরিমানা অথবা লাইসেন্স বাতিল সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। এবার এই ধরনের নজরদারির ক্ষেত্রে নিয়ম না মানার জন্য বীরভূম ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে (Birbhum District Central Co-Operative Bank Ltd.) জরিমানা করলো আরবিআই।
বীরভূমের সিউড়িতে থাকা এই কো-অপারেটিভ ব্যাংকের ওপর জরিমানার বিষয়ে গত ৩০ অক্টোবর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ১৯ অক্টোবর ২০২৩ এর নির্দেশের পরিপ্রেক্ষিতে এমন জরিমানা করা হয়েছে। এই জরিমানা করা হয়েছে বেশ কয়েকটি কারণে এবং সেই সকল কারণ বিজ্ঞপ্তিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ধারা আকারে উল্লেখ করা হয়েছে।
বীরভূম ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড যে সকল নিয়ম অমান্য করেছে তার মধ্যে রয়েছে KYC সংক্রান্ত নিয়ম, চারটি সিআইসি-এর মধ্যে তিনটির সদস্যপদ না পাওয়া, অ্যাকাউন্টের রিস্ক ক্যাটাগরি রিভিউ করতে ব্যর্থ হওয়া। এই কো-অপারেটিভ ব্যাংককে জরিমানা করার খবর সামনে আসার পর গ্রাহকদের মধ্যেও নানান কৌতুহল তৈরি হচ্ছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বীরভূমের এই কো-অপারেটিভ ব্যাংকের উপর মোট ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে গ্রাহকদের কৌতুহল বৃদ্ধি পেলেও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই জরিমানার ক্ষেত্রে তা গ্রাহকদের ওপর কোনো প্রভাব ফেলবে না। তবে আতঙ্কের কারণ তৈরি হচ্ছে অন্য জায়গায়।
কেননা, গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা একাধিকবার এই ব্যাংকে হানা দিয়েছিলেন। সেই সকল হানায় সামনে এসেছিল শতাধিক ভুয়ো অ্যাকাউন্ট। এমনকি অনেক গ্রাহক রয়েছেন যারা জানতেনই না তাদের নামে এই ব্যাংকে তাদের কোন অ্যাকাউন্ট রয়েছে। এমন ঘটনার পর এই কো-অপারেটিভ ব্যাংকের উপর অনেকের বিশ্বাসযোগ্যতা কমতে থাকে। আর এবার নতুন করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জরিমানা কতটা প্রভাব ফেলবে তাই এখন দেখার।