নিজস্ব প্রতিবেদন : আর মাত্র মাস কয়েকের অপেক্ষায় তারপরেই রয়েছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। সেইমতো নির্বাচন কমিশনের তরফ থেকে প্রস্তুতি সেরে ফেলার কাজ চালানো হচ্ছে। প্রস্তুতির অঙ্গ হিসাবে এবার নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার তালিকায় (Voter List) নাম নথিভুক্ত করা অথবা নাম সংশোধন করার কাজ শুরু করে দেওয়া হলো। এই কাজ চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ভোটার তালিকায় নাম নথিভূক্ত করা অথবা নাম সংশোধন করার কাজ শুরু হয়েছে ১ নভেম্বর। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটার তালিকায় নাম নথিভূক্ত করা অথবা সংশোধন করার জন্য বুথ লেভেলে আবেদন করা যাবে। যতদিন পর্যন্ত এই ক্যাম্প চলবে ততদিন বুথ লেভেলে অর্থাৎ বুথে গিয়ে নাম নথিভুক্তকরণ অথবা সংশোধনের জন্য আবেদন করা যাবে।
ভোটার তালিকায় নাম নথিভূক্ত করা অথবা নাম সংশোধন করার জন্য যে সকল দিনগুলি বেছে নেওয়া হয়েছে অর্থাৎ বুথে গিয়ে যে সকল দিনগুলিতে এই কাজ করা যাবে সেই দিনগুলি হল ৪, ৫, ১৮, ২৫, ২৬ নভেম্বর ও ২ এবং ৩ ডিসেম্বর। এই দিনগুলি পড়ছে শনিবার এবং রবিবার। নতুন করে ভোটার তালিকায় নাম নথিভূক্ত করা অথবা ভোটার তালিকা সংশোধন আনার জন্য কোন কোন ফর্ম ফিলাপ করতে হবে?
ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আবেদনকারীকে ৬ নম্বর ফর্ম ফিলাপ করতে হবে। অন্যদিকে যদি কেউ তার ভোটার তালিকায় থাকা কোন তথ্যের পরিবর্তন করতে চান অর্থাৎ সংশোধন করতে চান সেক্ষেত্রে তাকে ৮ নম্বর ফর্ম ফিলাপ করতে হবে। ভোটার তালিকায় নাম পরিবর্তন, বয়স পরিবর্তন, ঠিকানা পরিবর্তন সহ অন্যান্য যে সকল ছোটখাটো ভুল থাকে সেগুলি সংশোধন করে নেওয়া যাবে ৮ নম্বর ফর্ম ফিলাপ করে।
অন্যদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য ফিলাপ করতে হবে ৭ নম্বর ফর্ম। যদি কেউ তার ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাতে চান তাহলে তাকে ফিলাপ করতে হবে ৬বি ফর্ম। এই সকল ভোটার তালিকা বা ভোটার কার্ড সংক্রান্ত কাজের জন্য নিকটবর্তী ভোট গ্রহণ কেন্দ্র ব্লক লেভেলের অফিসারের কাছে ফর্ম জমা দিতে হবে। এছাড়াও অনলাইনে https://voters.eci.gov.in/ ওয়েবসাইট থেকেও নিজেদের প্রয়োজনীয় কাজ করতে পারবেন ভারতীয় নাগরিকরা।