Mini Bullet Viral Video: গ্যারান্টি আগে কোথাও দেখেন নি! দিল্লীর রাজপথ কাঁপাচ্ছে মিনি বুলেট, ভিডিও না দেখলে মিস

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Viral Video of Mini Bullet Motorcycle in Rajpath of Delhi: বুলেট গাড়ির সঙ্গে আমরা কম বেশি পরিচিত হলেও মিনি বুলেট (Mini Bullet Viral Video) হয়তো কেউই দেখেননি। কিন্তু দিল্লির রাজপথ দিয়ে অনায়াসে ঘুরে বেড়াচ্ছে একটি মিনি বুলেট গাড়ি। সোশ্যাল মিডিয়া দৌলতে আজকাল অনেক কিছুই আমাদের চোখে পড়ে। মিনি বুলেট গাড়ির ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে গোটা নেট দুনিয়াতে। গাড়িটির চমকপ্রদ বৈশিষ্ট্য দেখে অবাক হয়েছে সোশ্যাল মিডিয়া জগতের লোকেরা। একটি মিনি বুলেট গাড়ি কতটা ছোট হতে পারে এবং তা চালানো কত সহজ হতে পারে সেটাই দেখা গেছে এই ভিডিওতে। আসুন জেনে নিই বিস্তারিত।

Advertisements

মজাদার এই ভিডিওটি শেয়ার করা হয়েছে Rammy Ryder নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী অ্যাকাউন্ট থেকে। ভালোবেসে এই মিনি বুলেটের নাম রাখা হয়েছে পিংকি মিনি বুলেট। সোশ্যাল মিডিয়ার দৌলতে মিনি বুলেটের এই অদ্ভুত ভিডিও ভাইরাল হয়ে গেছে গোটা নেট দুনিয়াতে। দিল্লির রাজপথ দিয়ে অনায়াসে ঘুরে বেড়াচ্ছে একটি মিনি বুলেট। এক ব্যক্তি আরামেই চালাচ্ছে সেই গাড়ি। সাইকেল থেকে আকারে একটি ছোট। ক্ষুদ্র দুই চাকার এই বাহনটির সুন্দর লুক নজর কাড়ছে পথচারীদের।

Advertisements

ভাইরাল এই ভিডিওটি পোস্ট করা হয়েছিল গত মাসের ১৯ তারিখ। ভিডিওটি এত পরিমাণ ভিউজ পেয়েছে আপনার কল্পনার বাইরে। ভিডিওটিতে কমেন্টের ঝড় বয়ে গেছে। কেউ কেউ জিজ্ঞেস করেছে এই কিউট বাইক (Mini Bullet Viral Video) কোথা থেকে পাওয়া যাবে। কেউ আবার ভালবেসে নাম রেখেছেন, ‘বার্বি বুলেট’। অনেকে আবার আদর করে নাম দিয়েছেন ‘ন্যানো মোটরসাইকেল’। এমন অদ্ভুত বাইক আদৌ কারো চোখে পড়েছে কিনা সন্দেহ।

Advertisements

এমন গাড়ি (Mini Bullet Viral Video) যদি রাস্তা দিয়ে চলে তাহলে ট্রাফিক পুলিশের প্রতিক্রিয়া কি হবে? ভিডিওতে তাও দেখানো হয়েছে। গোলাপী রঙের এই ছোট বাইকটি মন কেড়ে নিয়েছে সকলের। ছোট একটি বুলেট গাড়ি খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়। কমেন্ট সেকশনেই আবার @ncr_motorcycles নামক একটি ইউটিউব পেজের লিঙ্ক উঠে এসেছে।

সেই পেজ থেকে জানা গেছে যে, এই বুলেট গাড়ি কিভাবে তৈরি করা হয়েছিল। শুনলে অবাক হবেন যে, মিনি পিঙ্ক বুলেটটি কারখানাতে তৈরি হয়নি। ওই ব্যক্তি বন্ধ হয়ে যাওয়া অ্যাক্টিভা স্কুটারের সৃজনশীল রূপান্তর ঘটিয়েছেন। র‌্যামি রাইডার নামের ওই ব্যবহারকারী নিজেই এই মডেলটি তৈরি করে তাক লাগিয়েছেন।

Advertisements