নিজস্ব প্রতিবেদন : দেখতে দেখতে কার্তিক মাসও শেষের দিকে। প্রত্যেক বছর নভেম্বর মাসের প্রথম থেকেই মোটামুটি ভাবে দক্ষিণবঙ্গের (South Bengal) পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ (Winter Season) ভালোভাবেই পাওয়া যায়। চলতি বছরেও শুরুটা ভালো হলেও হঠাৎ বিপরীত ঘূর্ণাবর্তের ফলে জলীয়বাষ্প বৃদ্ধি পাওয়ার কারণে থমকে যায় শীতের আমেজ। ফের তরতরিয়ে বাড়তে শুরু করে তাপমাত্রার পারদ। এমন অবস্থায় দক্ষিণবঙ্গের মানুষেরা কবে শীত পড়বে তার দিকে তাকিয়ে।
ফের কবে শীতের আমেজ পাওয়া যাবে দক্ষিণবঙ্গে তা নিয়ে এবার ভবিষ্যৎবাণী করে দিল হাওয়া অফিস। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত থাকার কারণে বিপুল পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করে। এর ফলেই তাপমাত্রার পতন আটকে যায় এবং উর্ধ্বমুখী হয়ে যায়। রবিবার থেকে মেঘ কাটতে শুরু করবে এবং রোদ ঝলমলে আকাশের দেখা পাওয়া যাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, নতুন করে তাপমাত্রার পারদের পতন লক্ষ্য করা যাবে ৬ নভেম্বর অর্থাৎ সোমবার থেকে। এমনিতেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে দিনের দিকে তাপমাত্রার পারদ কিছুটা বেশি থাকলেও রাত এবং সকালে অনেক কম থাকছে। সোমবার থেকে এই তাপমাত্রার পারদের পতন আরও ঘটবে এবং শীতের আমেজ ভালোভাবেই পাওয়া যাবে। শীতের আমেজের পাশাপাশি এবার জাঁকিয়ে শীত কবে পড়বে তা নিয়েও কৌতুহলের শেষ নেই বঙ্গবাসীদের।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনাও নেই। আপাতত ধাপে ধাপে তাপমাত্রার পারদ নামবে। ধাপে ধাপে উত্তুরে হাওয়া প্রবেশ করার পর ঝাঁকিয়ে শীত পড়তে এখনও বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে বঙ্গবাসীদের।
আবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা অনেক কমে দাঁড়ালেও কলকাতায় সেই ভাবে তাপমাত্রার পারদের পতন লক্ষ্য করা যাচ্ছে না। পশ্চিমের জেলাগুলিতে যেমন রাত এবং সকালের দিকে বেশ ভালই ঠান্ডা গায়ে লাগছে, কিন্তু কলকাতায় এর লক্ষণ মাত্র পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রেও হাওয়া অফিস জানাচ্ছে, নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেই হালকা শীতের আমেজ পাবেন কলকাতার বাসিন্দারাও।