নিজস্ব প্রতিবেদন : দুর্গাপুজো হোক অথবা দীপাবলি বা দিওয়ালি, উৎসবের এই মরশুমগুলিতে দেশের অধিকাংশ সংস্থা তাদের কর্মীদের বোনাস অথবা অন্যান্য জিনিসপত্র উপহার (Diwali Gift) দিয়ে থাকে। উপহার দেওয়ার ক্ষেত্রে টিভি, ফ্রিজ, এসি এবং অন্যান্য সরঞ্জাম থাকে এটাই স্বাভাবিক। কিন্তু আস্ত গাড়ী উপহার দেওয়ার ঘটনা খুব কম লক্ষ্য করা যায়। এমন ঘটনা খুব কম লক্ষ্য করা গেলেও এবার সত্যিই একটি সংস্থা তাদের কর্মীদের আস্ত টাটাদের গাড়ি (Tata Motors) উপহার দিল।
সম্প্রতি কর্মীদের ভালো কাজের জন্য এমন উপহারের খবর সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই তার রীতিমতো ভাইরাল হয়। ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ার নাগরিকরা ওই সংস্থার বসের প্রশংসায় পঞ্চম। সোশ্যাল মিডিয়ার নাগরিকরা ওই বসকে ‘দিলদার বস’ বলে আখ্যা দিয়েছেন। পাশাপাশি এই খবর ছড়িয়ে পড়তে অনেকেই ওই সমস্যায় চাকরির খোঁজও শুরু করে দিয়েছেন।
দিওয়ালি গিফট হিসাবে এমন গাড়ি উপহার দেওয়া ওই সংস্থাটি হলো হরিয়ানার পঞ্চকুলার একটি ফার্মা সংস্থা। তাদের তরফ থেকে মোট ১২ জন কর্মীকে এক ডজন টাটা মোটরসের গাড়ি দেওয়া হয়েছে উপহার হিসাবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল যারা এমন গাড়ি উপহার পেয়েছেন তাদের মধ্যে আবার একজন রয়েছেন সংস্থার অফিস বয়। কিন্তু হঠাৎ কেন এইভাবে ওই সংস্থা তাদের কর্মীদের দামি দামি বিলাসবহুল গাড়ি উপহার দিল?
মিটসকার্ট নামে ওই সংস্থার মালিক এমকে ভাটিয়া জানিয়েছেন, সংস্থার শুরু থেকেই এই সকল কর্মীরা সংস্থার সঙ্গে রয়েছেন। তাদের কঠোর পরিশ্রম আজ সংস্থাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। কর্মীদের একনিষ্ঠতা এবং কর্মীদের কঠোর পরিশ্রম না থাকলে হয়তো তাদের এই সংস্থা কোনদিন এই জায়গায় পৌঁছাতো না। এরই পরিপ্রেক্ষিতে কর্মীদেরও কোনো না কোনো প্রাপ্য থাকে এবং সেই প্রাপ্য অনুসারেই ছোট্ট এই উপহার তাদের জন্য দিওয়ালির আগে।
What a generous way to show appreciation to your employees! pic.twitter.com/a91JQdR9Nd
M.K. Bhatia, the owner of a pharmaceutical company MitsKart, gifted cars to his employees in Panchkula, Haryana, just before Diwali.
MK Bhatia presented brand new Tata Punch cars to 12 of his…
— Divya Gandotra Tandon (@divya_gandotra) November 4, 2023
ওই সংস্থার তরফ থেকে তাদের ১২ জন কর্মীকে টাটা পাঞ্চ (TATA Punch) গাড়ি উপহার দেওয়া হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যারা এই গাড়ির উপহার পেয়েছেন তাদের অনেকেই রয়েছেন গাড়ি চালাতেই জানেন না। আবার অনেক কর্মী রয়েছেন যারা জীবনে কোনদিন চারচাকা গাড়ি কিনতে সক্ষম হবেন এবং তাতে চড়বেন ভাবেননি। তারা না ভাবলেও তাদের সংস্থার বস তাদের স্বপ্ন পূরণ করার জন্য তৎপর। এ পাশাপাশি ওই সংস্থার মালিক জানিয়েছেন, গাড়ি উপহার দেওয়ার এই সংখ্যা তারা দ্রুত ১২ থেকে ৫০-এ নিয়ে যাবেন।