এসব শচিন, ধোনি, কোহলির থাকলেও সৌরভের নেই! গ্যারান্টি আপনিও জানেন না

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে (Sourav Ganguly) মহারাজ আখ্যা দেওয়া হয়ে থাকে। তিনি যেভাবে ২২ গজে নিজের দাপট দেখিয়েছেন তাতে মহারাজের থেকে কম কিছু নন। তার আমলে ভারতীয় ক্রিকেট দল (Team India) যেভাবে উন্নতির শিখরে উঠেছিল তার তুলনা হয়না। তার আমলে তৈরি হওয়া টিম ইন্ডিয়া পরবর্তীতে অনেক ভালো ভালো ট্রফি এনে দিয়েছে।

Advertisements

ভারতীয় ক্রিকেট দলকে নিজের সর্বোচ্চ দেওয়ার পাশাপাশি নিজের জীবনের লড়াইটাও কিন্তু সিনেমার মতো। বাংলার একজন ক্রিকেটার হয়ে তিনিই হয়ে উঠেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। পরবর্তীতে নানান ধাক্কা আসে তার কেরিয়ারে। এমনকি অধিনায়ক থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি তিনি দল থেকেও ছিটকে গিয়েছিলেন। তবে তার লড়াই শেষ হয়নি। তিনি নিজের এক কাট্টা জেদের দৌলতে ফের একবার ভারত ক্রিকেট দলে প্রত্যাবর্তন করেন।

Advertisements

এরপর অবসর গ্রহণের পরেও শুরু হয় তার জীবনে নতুন অধ্যায়। যেখানেও তড়তড়িয়ে তাকে উপরের দিকে উঠতে দেখা যায় এবং বিসিসিআই প্রেসিডেন্ট হয়ে ওঠেন। এমন একজন রাজকীয় ক্রিকেটার এবার নিজের কিছু গুণের অভাব নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন। এমন আক্ষেপ তাকে প্রকাশ করতে দেখা যায় জি বাংলার দাদাগিরি আনলিমিটেড সিজন ১০ এ। যদিও বিষয়টি আক্ষেপ নয়, বরং বেশ মজার।

Advertisements

দাদাগিরির মঞ্চ সবসময় আলাদা ভাবেই জমে থাকে। তবে রবিবার ভারত ও সাউথ আফ্রিকা ক্রিকেট ম্যাচের আগে এই মঞ্চ যেন আরও একটু বেশিই জমে উঠেছিল। যেখানে নয়নদীপ রক্ষিত সৌরভ গাঙ্গুলীকে প্রশ্ন করেন, আফটার পার্টির পর কাকে সামলাতে হয়? এর উত্তরে সৌরভ গাঙ্গুলী যুবি অর্থাৎ যুবরাজ সিংহের নাম মুখে আনেন। যুবির নাম মুখে আনার পাশাপাশি তিনি বলেন, মাইন্ড করোনা প্লিজ।

এরপরই সৌরভ গাঙ্গুলীকে প্রশ্ন করা হয়, শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির কোন গুণ রয়েছে যা আপনার নেই? এই প্রশ্নের উত্তরে সৌরভ গাঙ্গুলী অকপটে বলেন, শচীনের গ্রেডনেস, বিরাটের অ্যাগ্রেসিভনেস আর ধোনির কামনেস। সৌরভ গাঙ্গুলীর মুখে এমন উত্তর সঙ্গে সঙ্গে দর্শকদের মন জয় করে নেয় এবং এই এপিসোডের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

Advertisements