শচীন, কোহলি দুজনেরই ৪৯ সেঞ্চুরি, তবে পার্থক্য রয়ে গেল এই ৫ জায়গায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বারবার হোঁচট খাওয়ার পর অবশেষে নিজের জন্মদিনে ইডেনে স্বপ্ন পূরণ হলো বিরাট কোহলির (Virat Kohli)। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করার পর তিনি ছুঁয়ে ফেললেন লিটিল মাস্টার শচীন টেন্ডুলকরকে (Sachin Tendulkar)। এক দিবসীয় ক্রিকেটে শত রানের নিরিখে তিনি শচীনকে ছুঁয়ে ফেলেছেন। বহু আগে থেকেই বিশেষজ্ঞরা যে ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন, তা রবিবার বাস্তব রূপ পেল।

Advertisements

রবিবার ইডেনে বিরাট কোহলি তার শতরান পূর্ণ করার জন্য মোট ১১৯ টি বল খেলেন এবং শেষমেষ ১২১ বলে ১০১ রানে অপরাজিত থাকেন। তার এই ইনিংসে ছিল মোট ১০টি বাউন্ডারি। এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত তার ব্যাট থেকে দুটি সেঞ্চুরি উপহার পাওয়া গিয়েছে। এছাড়াও পাওয়া গিয়েছে একের পর এক বড় ইনিংস। বিরাট কোহলি এদিন সেঞ্চুরির সংখ্যায় শচীন টেন্ডুলকরের একাসনে বসার পর এখন শুরু হয়েছে দুজনের মধ্যে কোন কোন জায়গায় পার্থক্য রয়েছে তার চুলচেরা বিশ্লেষণ।

Advertisements

১) বিশ্বের প্রথম কোন ক্রিকেটার হিসাবে প্রথম ৪৯টি সেঞ্চুরি করতে সক্ষম হয়েছিলেন শচীন টেন্ডুলকার। বিরাট কোহলি এখন একাসনে বসে থাকলেও তিনি এই রেকর্ড গড়ার ক্ষেত্রে সব সময় দ্বিতীয় ক্রিকেটার হিসাবেই পরিগণিত হবেন। যতবারই এই রেকর্ড নিয়ে আলোচনা করা হোক না কেন বারবার শচীন টেন্ডুলকারের নামই মুখে আনতে হবে সকলকে।

Advertisements

২) শচীন টেন্ডুলকারকে নিজের কেরিয়ারে ৪৯ টি সেঞ্চুরি করার জন্য ৪৫২টি ওয়ান ডে ইনিংস খেলতে হয়েছিল। সেই জায়গায় একই রেকর্ড গড়তে বিরাট কোহলিকে খেলতে হলো মাত্র ২৭৭টি ইনিংস। অর্থাৎ অনেক কম ইনিংস খেলেও বিরাট কোহলি এত বড় একটি রেকর্ড গড়ে ফেললেন। তবে শচীন প্রেমীদের বক্তব্য, সেই সময়কার ক্রিকেটের সঙ্গে এখনকার ক্রিকেটের অনেক পার্থক্য চলে এসেছে।

৩) সেঞ্চুরির তালিকার দিকে নজর রাখলে দেখা যাবে শচীন টেন্ডুলকারের যেমন এক দিবসীয় ক্রিকেটে ৪৯টি সেঞ্চুরি রয়েছে ঠিক সেই রকমই আবার টেস্ট ক্রিকেটেও রয়েছে ৫১টি সেঞ্চুরি। সব মিলিয়ে তার মোট সেঞ্চুরি সংখ্যা হল ১০০। কিন্তু আবার এই দিকে নজর রাখলে দেখা যাবে, এক দিবসীয় ক্রিকেটে বিরাট কোহলি খুব তাড়াতাড়ি ৪৯টি সেঞ্চুরি গড়তে সক্ষম হলেও টেস্ট ক্রিকেটে সেই ভাবে এখনো এগোতে পারেননি তিনি। এখনো পর্যন্ত তার টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যা ২৯ টি এবং টি-টোয়েন্টি ক্রিকেটে একটি। মোট সেঞ্চুরীর সংখ্যা হল ৭৯টি।

৪) বিরাট কোহলির ৪৯ টি সেঞ্চুরি গড়ার পর তার সামনে আর কেউ নেই। সুতরাং তার সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করার জন্য প্রয়োজন আর মাত্র একটি সেঞ্চুরি। তিনি যদি এই রেকর্ড গড়ে ফেলতে পারেন তাহলে তিনি বিশ্বের প্রথম কোন ব্যাটসম্যান হিসেবে এক দিবসীয় ক্রিকেটে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করবেন। যে রেকর্ড টেস্ট ক্রিকেটে রয়েছে শচীন টেন্ডুলকারের।

৫) এক দিবসীয় ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যায় শচীন টেন্ডুলকারকে সহজেই বিরাট কোহলি ধরে ফেললেও বিরাট কোহলিকে ধরা এত সহজ নয়। কেননা বিরাট কোহলির পিছনে যারা রয়েছেন তারা অনেক পিছিয়ে রয়েছেন এবং অধিকাংশরাই অবসর গ্রহণ করেছেন। বিরাট কোহলির পিছনে রয়েছেন রোহিত শর্মা, যার রয়েছে ৩১টি সেঞ্চুরি, তারপর রয়েছেন অবসরপ্রাপ্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটার রিকি পন্টিং, যার রয়েছে ৩০ টি সেঞ্চুরি, এরপর রয়েছেন অবসর প্রাপ্ত সনৎ জয়সূর্য (২৮) এবং হাসিম আমলা (২৭)।

Advertisements