Strange Facts about Bike: বাইক থামানোর পর কেন টিক টিক করে আওয়াজ ওঠে! পাড়ার মেকানিকদের কাছেও অজানা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Many people do not know some Strange Facts about Bike: কমবেশি অনেকেই বাইক চড়তে ভালোবাসেন। অনেকের কাছে নিশ্চই একটি বাইক রয়েছে। আর বাইক প্রেমীরা জানে বাইকের গুরুত্ব (Strange Facts about Bike)। বাইক গাড়ির থেকে জ্বালানি অনেক কম খরচ করে। বাইকে ভ্রমণ খুবই মজাদার হয়ে থাকে। বাইকের প্রতি যাদের একটু বেশি ভালোবাসা রয়েছে, তারা জানেন বাইকে একটু সমস্যা দেখা দিলে কতটা কষ্ট হয়। তবে যন্ত্র মানেই সমস্যাতো থাকবেই। কারণ পুরানো বা নতুনের ব্যাপার থাকে। নতুন অপেক্ষা বাইক যত পুরানো হয়, তাতে সমস্যা তত বেশি দেখা যায়।

Advertisements

তবে যাদের বাইক রয়েছে কম বেশি অনেকেই একটি সাধারণ সমস্যার সম্মুখীন হয়েছেন। ধরুন আপনি বাইরে গিয়েছিলেন। দীর্ঘ সময় বাইক চালিয়ে আসার পর যখন বাইকটি রাখলেন, দেখলেন টিক টিক করে ইঞ্জিন থেকে শব্দ আসছে। এমনকি গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেওয়ার পরও এমন আওয়াজ দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে। নিশ্চই আপনি ভয় পাবেন। ভয় পাওয়ারই কথা। ইঞ্জিন বন্ধ থাকার পরেও বাইক থেকে এমন আওয়াজ কেন বের হয়? সত্যিই কি এতে কোনো ভয়ের কারণ রয়েছে? যদি আপনার মনে এই সব প্রশ্ন জাগে, তাহলে সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আজকের প্রতিবেদন থেকে (Strange Facts about Bike)।

Advertisements

বেশিরভাগ ক্ষেত্রে নতুন বাইক কিনে আনার পর বেশ কিছুদিন এমন সমস্যার সম্মুখীন হতে হয় মানুষকে (Strange Facts about Bike)। যেখানে বাইক বন্ধ করে দেওয়ার পরও বেশ কিছুদিন ধরে টিক টিক শব্দ আসতে থাকে। কিছুক্ষণ পর তা আপনা আপনি বন্ধ হয়ে যায়। যারা নতুন নতুন বাইক কেনেন এবং বাইক সম্পর্কে সেভাবে কিছুই জানেন না। তাদের বাইকের এই শব্দটি জীবনে একবার হলেও দুশ্চিন্তায় ফেলেছে। ইঞ্জিন চালু থাকা অবস্থায় শব্দ হলে সেটা আলাদা ব্যাপার, তবে বন্ধ ইঞ্চিন থেকেও শব্দ কীভাবে আসে?

Advertisements

বাইকের ধোঁয়ার মধ্যে থাকে ক্ষতিকারক পদার্থ। ধোঁয়ার মধ্যে উপস্থিত এই পদার্থের নাম কার্বন মনোক্সাইড, যা মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। তাই বাইকে উৎপন্ন কার্বন মনোক্সাইডকে সরাসরি পসিবেশে না ছাড়ার জন্য বাইকে লাগানো হয় অনুঘটক। বাইকে থাকে হাইড্রোকার্বন এবং নাইট্রোজেন অক্সাইড (Strange Facts about Bike)। এই দুটি পদার্থ কার্বন মনোক্সাইডের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে কার্বন মনোক্সাইডকে কার্বন ডাই অক্সাইডে পরিণত করে। এর ফলেই এই আওয়াজ বা শব্দ হয়।

এ নিয়ে অন্য একটি ব্যাখ্যাও পাওয়া যায়। মূলত ধোঁয়া নিষ্কাশনের জন্য বাইকে লাগানো থাকে সাইলেন্সার। যেটি তৈরি করা হয় ধাতু দিয়ে। বাইক বিশেষত নতুন বাইক অনেকক্ষন চালানোর ফলে গরমে সাইলেন্সার পাইপ প্রসারিত হয়। যখন বাইক বন্ধ করা হয় তখন তাপ ছেড়ে সাইলেন্সার সংকুচিত হতে শুরু করে। এর ফলে শব্দ হয়। যদিও এই শব্দের কারণে ভয়ের কোনো কারণ নেই (Strange Facts about Bike)।

Advertisements