নিজস্ব প্রতিবেদন : দীঘা (Digha) কেবলমাত্র জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র নয়, এর পাশাপাশি দীঘা হলো পূর্ব ভারতের সবচেয়ে বড় মৎস্য নিলাম কেন্দ্র। দীঘার মোহনায় থাকা এই মৎস্য নিলাম কেন্দ্র থেকে প্রতিদিনই কুইন্টাল কুইন্টাল মাছ নিলাম হয়ে চলে যায় দেশ-বিদেশের বিভিন্ন জায়গায়। মূলত বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে যে সকল মাছ ধরা হয় সেগুলি এনে এখানে নিলাম কাঁটায় তোলা হয়।
মহাসমুদ্র থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই বিভিন্ন ধরনের মাছ দীঘার মোহনায় আনার ফলে নতুন নতুন মাছ এবং মাঝে মাঝেই বিশালাকৃতির বিভিন্ন ধরনের মাছের দেখা মেলে। ঠিক সেই রকমই বুধবার দিঘার মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে এমন একটি মাছ আনা হলো যার ওজন একজন প্রাপ্তবয়স্ক মানুষের ওজনের দ্বিগুণ। মহাসমুদ্রে ধরা পড়া ওই মাছটি হল কই ভোলা (Koi Bhola)। তবে এই প্রথম নয়, এর আগেও এই ধরনের বিশালাকৃতির মাছ দিঘার মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে আনা হয়েছে এবং নিলামে তোলা হয়েছে।
বুধবার দুপুর বেলায় বিশালাকৃতির এই কই ভোলা মাছটি আনা হয় নিলামের জন্য। মাছটির আকার আকৃতি এতটাই বড় যে দেখলে রীতিমতো গায়ে কাঁটা আসবে। মাছটি নিলাম কেন্দ্রে আনার পর ওজন করা হলে দেখা যায় তার ওজন ১৫০ কেজি। বুঝতেই পারছেন এত বেশি ওজনের মাছের শরীর আর মাথা কেমন হতে পারে। বিশালাকৃতির এই মাছ দেখেই ভিড় জমাতে শুরু করেন স্থানীয় মানুষ থেকে পর্যটকরা।
এই ধরনের বিশালাকৃতির সব কই ভোলা মাছ মূলত ধরা পড়ে মহাসমুদ্রে পারাদ্বীপের মত জায়গায়। বুধবার দুপুরবেলায় যে মাছটি আনা হয়েছিল সেটিও মৎস্যজীবীদের ট্রলারে ধরা পড়েছিল উড়িষ্যার পারাদ্বীপে। সেখান থেকেই এই মাছটি নিলামের জন্য আনা হয় দীঘায়। মৎস্য নিলাম কেন্দ্রে আনার পর মাছটি নিলামে তোলা হলে তার ওজন অনুযায়ী দাম দাঁড়ায় ৭০ হাজার টাকা। একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা ওই মাছটি কিনে নেয়।
যে নিলাম কেন্দ্রে এই মাছটি নিলামের জন্য আনা হয়েছিল সেখানে এই প্রথম এত বড় মাছ নিলাম করা হলো বলে জানা গিয়েছে। এই ধরনের মাছ মূলত বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করার জন্য কাজে লাগে। আবার এই ধরনের মাছ বিদেশেও রপ্তানি করা হয়। যে কারণেই মৎস্যজীবীদের জালে এই ধরনের মাছ পরলেই তাদের কাছে তা সোনায় সোহাগা হয়ে দাঁড়ায়।