Unknown Facts about World: জানেন বিশ্বের একমাত্র শহর কোনটি, যা দুটি মহাদেশে অবস্থিত

Prosun Kanti Das

Published on:

Advertisements

Some Unknown Facts about the World will shake off you: গোটা বিশ্বে এমন বহু অদ্ভুত ঘটনা আছে যা মানুষকে অবাক করে প্রতিনিয়ত। এছাড়া পৃথিবীর বহু অজানা তথ্যের সঠিক উত্তর মানুষের জানা নেই (Unknown Facts about World)। বহু আশ্চর্য জিনিস সম্পর্কে জানতে এবং নিজের জ্ঞানের ভান্ডারকে আরো বিস্তারিত করতে অবশ্যই সাধারণ জ্ঞানের প্রশ্ন করা উচিত। এছাড়াও জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্ন আমাদের কাজে লাগে। সেটা চাকরি পরীক্ষাই হোক কিংবা অন্য কোন প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান অথবা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন অবশ্যই ভালোভাবে পড়া উচিত।

Advertisements

আজকের প্রতিবেদনে এমনই একটি অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি এই প্রশ্নের উত্তর আপনাদের জানা নেই। জানেন কি কোন শহরকে ভাগ করে নিয়েছে দুটি মহাদেশ? উত্তর জানতে গেলি সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো বারবার অনুশীলন করা প্রয়োজন। অনেক সময় শোনা যায় দুটি দেশের মধ্যে একটি জায়গা ভাগ করে নেওয়া হয়েছে। যদিও তা সংখ্যায় কম, কিন্তু দুটি মহাদেশের মধ্যে একটি শহর ভাগ হয়েছে এই উদাহরণ পৃথিবীতে একটাই রয়েছে। পৃথিবী সম্পর্কে এই আশ্চর্য প্রশ্নের উত্তর সত্যিই বলা কঠিন (Unknown Facts about World)।

Advertisements

এই জনপ্রিয় শহরটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন। এর ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম। আয়তনের দিক থেকেও শহরটি যথেষ্ট বড় এবং প্রায় সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে এখানে। শহরটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম শহরের তকমা পেয়েছে। আশা করি কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন শহরটির নাম। শহরটির পুরনো নাম হলো কনস্টান্টিনোপল, যা বর্তমানে ইস্তানবুল নামে পরিচিত। পৃথিবীর বুকে এটি একটি পুরনো শহর এবং আমরা হয়তো অনেকেই এই সম্পর্কে সঠিক তথ্য জানিনা (Unknown Facts about World)।

Advertisements

ছাত্র-ছাত্রীরা তাদের পাঠ্য বইতে এই শহরটি সম্পর্কে পড়েছে। আসলে শহরটিকে ২ ভাগে ভেঙেছে একটি খাঁড়ি, যার নাম বসফরাস প্রণালী এবং যা ৩১ কিলোমিটার বিস্তৃত। একদিকে কৃষ্ণ সাগর ও অন্যদিকে মারমারা সাগরকে যুক্ত করেছে। এই বসফরাস প্রণালী কিন্তু ইস্তানবুল শহরটিকে ২টি ভাগে ভেঙেছে। প্রণালীর একদিকের অংশ পড়ছে এশিয়ায়। আর অন্যদিকের অংশ পড়ছে ইউরোপে। সত্যি কত অদ্ভুত ব্যাপার একটি শহর যাকে ভেঙেছে দুটি মহাদেশ (Unknown Facts about World)।

ইস্তানবুল কিন্তু তুরস্ক দেশের রাজধানী। সবথেকে মজার ব্যাপার হলো যে অংশটি ইউরোপের মধ্যে পড়েছে তাতেই বাস করে ৭৫% মানুষ। দেশের যাবতীয় ঐতিহাসিক নিদর্শন এখানেই আছে, তাই পর্যটকের ভিড়ও এখানেই বেশি হয়। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো শহর প্রশাসনের সবকিছুই এই ইউরোপের দিকেই অবস্থিত। এছাড়া, রাশিয়া বা মিশরের কয়েকটি শহরও ২টি মহাদেশের মধ্যে পড়েছে। কিন্তু ইস্তানবুলই হল পৃথিবীর একমাত্র বড় শহর যাকে এভাবে ২টি ভাগে বিভক্ত করা হয়েছে।

Advertisements