Shiv Nadar Donation: ধারেকাছে নেই টাটা, আম্বানিরা! দিনে ৫ কোটি টাকা দান করে সেরা এই ধনকুবের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Industrialist Shiv Nadar’s fleet of donations will put the Tata Ambanis to shame: অর্থ থাকলেই হয় না, মানুষের পাশের দাঁড়ানোর জন্য মন থাকারও প্রয়োজন। সমাজসেবক হতে বড় মনের দরকার হয়। আর ভারতের এমনই একজন সমাজসেবক হলেন ভারতীয় শিল্পপতি শিব নদর। যিনি এইচসিএল-এর মতো বড় সংস্থার যুগ্ম প্রতিষ্ঠাতা। তাঁর দৈনিক দানের অঙ্ক শুনলে আপনার চোখ কপালে উঠবে। ভারতীয় সমাজ সেবকদের মধ্যে তিনি শীর্ষ স্থানে রয়েছেন। চলুন একটু গভীর ভাবে এ বিষয়ে আলোচনা করা যাক (Shiv Nadar Donation)।

Advertisements

১৯৪৫ সালে শিব নাদার (Shiv Nadar Donation) মাদ্রাজে প্রেসিডেন্সির অন্তর্গত একটি গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে যা তামিলনাড়ুর অন্তর্ভুক্ত। প্রথম জীবনে নাদার ওয়ালচাঁদ গ্রুপের কুপার ইঞ্জিনিয়ারিং লিমিটেডে কর্মরত ছিলেন। এরপর তিনি মাইক্রোকম্প নামক একটি কোম্পানি শুরু করে। ১৯৭৬ সালে তিনি ১ লক্ষ ৮৭ হাজার টাকা দিয়ে এইচসিএল কোম্পানি প্রতিষ্ঠা করেন। ২০১৭ সালে প্রকাশিত ইন্ডিয়া টুডে ম্যাগাজিনে ভারতের সবচেয়ে ৫০ জন শক্তিশালী মানুষের মধ্যে তিনি ১৬ তম স্থান দখল করেন।

Advertisements

শিব নাদার একজন শিল্পপতির (Shiv Nadar Donation) পাশাপাশি একজন সমাজসেবকও বটে। তার পরোপকারীতা নানা ভাবে ধরা পড়েছে। শিব নাদার জনহিতকর কাজের জন্য ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করেন শিব নাদর ফাউন্ডেশন ‘ক্রিয়েটিভ ফিলানথ্রপি’। চলতি বছরে দৈনিক ৫.৬ কোটি টাকা দান করেছেন এই শিল্পপতি। সব মিলিয়ে এই বছর এখনো পর্যন্ত তাঁর দানের পরিমান ২ হাজার ৪২ কোটি টাকা। যা দেশের আরো অনেক সমাজসেবকের থেকে বেশি।

Advertisements

নিম্নে ভারতের কিছু জনহিতকর প্রচেষ্টা ও সমাজসেবকের নাম তুলে ধরা হলো-

১) বার্ষিক ২,০৪২ কোটি টাকা দান করে এই তালিকার প্রথম স্থানে রয়েছেন শিল্পপতি শিব নাদার (Shiv Nadar Donation)। যিনি চলতি বছরে দৈনিক ৫.৬ কোটি টাকা দান করেছেন। জনহিতকর কাজের জন্য তিনি গত পাঁচ বছরে ‘ভারতের সবচেয়ে উদার’ খেতাব পেয়েছেন।

২) এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে উইপ্রোর প্রাক্তন চেয়ারম্যান আজিম প্রেমজি ও তার পরিবার। যিনি চলতি আর্থিক বর্ষে ১,৭৭৪ কোটি টাকা দান করেছেন।

৩) এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন জেরোধার সহ-প্রতিষ্ঠাতা। যিনি ভারতের সর্বকনিষ্ঠ সমাজসেবীও বটে।

৪) বার্ষিক ১৭০ কোটি টাকা দান করে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন এক মহিলা, নাম রোহিনী নিলেকানি। যিনি ভারতের সবচেয়ে উদার মহিলা নামেও পরিচিত।

ভারতের প্রায় ১১৯ জন সমাজসেবী গত বছরে ৮,৪৪৫ কোটি টাকা দান করেছেন। গত পাঁচ বছরে ১০ কোটির বেশি দান করেছেন এমন সমাজসেবীর সংখ্যা ১১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বেশিভাগ সমাজসেবীর গড় বয়স ৬৮ বছর। ১৭০ কোটি টাকা দান করে মহিলাদের মধ্যে সবচেয়ে উপরে রয়েছেন রোহিনী নিলেকানি। এছাড়া এই তালিকায় রয়েছেন আরো ৭ জন মহিলা। এছাড়া আম্বানি ও পরিবার দান করেছে ৩৭৬ কোটি টাকা এবং আদানি ও পরিবার দান করেছে ২৮৫ কোটি টাকা।

Advertisements