Behind the reason of no ceiling fan in 5 star hotels: পাঁচতারা হোটেলে (5 Star Hotel) যাব আর সেখানকার রুম সার্ভিস উপভোগ করবো না তা কি হয়? এই ধরনের অভিজ্ঞতা করার সুযোগ সবার থাকে না। রাজকীয়ভাবে কোনো বড় হোটেলে থাকতে সবাই পছন্দ করে কিন্তু সেই রুম সম্পর্কে বিস্তারিতভাবে দেখার চেষ্টা করেন কেউ। আসলে পাঁচতারা হোটেলের রুম সার্ভিস এর মজা নিতেই ব্যস্ত থাকে বেশিরভাগ মানুষ। সেখানে শুধু বিলাসিতা আর আভিজাত্যের ছড়াছড়ি এবং আতিথেয়তার কোনরকম ত্রুটি হয়না। মজার কথা হল একজন ব্যক্তির দুই তিনদিনের জন্য যা যা প্রয়োজন হতে পারে পাঁচ তারা হোটেলের রুমের তার সমস্ত কিছু থাকে। একটি বেল বাজলেই আপনার সামনে হাজির রুম সার্ভিস। কিন্তু পাঁচতারা হোটেলে গিয়ে কখনো কি পাখা বা সিলিং ফ্যান দেখেছেন? সাধারণত পাঁচ তারা হোটেলের অভিজাত রুমে কোনও সিলিং ফ্যান থাকে না। এরকম হবার কারণ কি জানেন কি?
এই প্রশ্নের পিছনে লুকিয়ে আছে বেশ কিছু কারণ। যেমন – আপনি যদি নিজের বাড়িতে এসির পরিবর্তে ফ্যান লাগান তা অনেক সাশ্রয়ী হবে। আপনি চাইলে একটি ঘরে ৫০০ টাকা দামের দুটি ফ্যান বসাতে পারেন। কিন্তু কখনোই সেন্ট্রাল এসি বসাতে পারবেন না কারণ তা কল্পনার অতীত। পাশাপাশি হোটেলের (5 Star Hotel) ব্যাপারটা আলাদা কারণ সেখানে ঘরে ঘরে ফ্যান লাগানোর চাইতে সেন্ট্রাল এসি অনেক বেশি সাশ্রয়ী। তাছাড়া ফ্যানের চেয়ে সেন্ট্রাল এসি রক্ষণাবেক্ষণ করতেও সুবিধা।
ভাবছেন ফ্যান রক্ষণাবেক্ষণ করতে হবে তাতে আবার কিসের অসুবিধা? শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। পাঁচ তারা হোটেলে সিলিং ফ্যান সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা যায়না। ফ্যান রক্ষণাবেক্ষণ করতে গেলে মোটর জ্বলে যেতে পারে, ব্লেডের ক্ষতি হয় এবং ব্লেড ভেঙে যাওয়া সহ মেরামতের একাধিক সমস্যাও থাকে। পাঁচতারা হোটেলে (5 Star Hotel) সেন্ট্রাল কুলিং সিস্টেমের পরিবর্তে প্রতিটি রুমে আলাদা কুলিং সিস্টেম থাকে। সেইজন্য রুমের মধ্যে ফ্যান অবিরাম চলতে থাকলে মোটর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এছাড়া ফ্যান থেকে নানারকম বিপদ হতে পারে, যেমন – কেউ আত্মহত্যা করার জন্য ফ্যানের সাহায্য নিতে পারে, আবার হোটেলের বিছানাগুলিতে ভারী স্প্রিং থাকে তাই ছোটোরা কিংবা অন্য কেউ বিছানায় জোরে লাফালে বা ঝাঁপ দিলে বাউন্স করে সরাসরি ফ্যানের আঘাত পেতে পারে। হোটেলে (5 Star Hotel) সিলিং ফ্যান থাকেনা কারণ হোটেলের সব রুমে এবং কমন প্লেসে তাপমাত্রা নিয়ন্ত্রক থাকে। তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয় সেইজন্য সিলিং ফ্যান রাখা হয় না।
এবার আসা যাক হোটেল কর্মীদের সম্পর্কে তাঁদের ফ্যান পরিষ্কার করার মত বাড়তি সময় থাকেনা। কিন্তু একটু বিলাসবহুল হোটেলে প্রতিদিন ফ্যানের ব্লেড পরিষ্কার করতে হবে নাহলে অতিথিরা বিরক্ত হতে পারেন। এটি হোটেল পরিষেবার প্রতি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেই কারণে ফ্যানের ব্লেড পরিষ্কার করার জন্য হোটেলে আরও বেশি কর্মী নিয়োগ করতে হবে, যা সত্যি সম্ভব এবং খরচসাপেক্ষ।