Lifestyle of Indian Cricketers: যেকোনো খেলাতেই হার জিত থাকবে তাই হতাশ না হয়ে এগিয়ে যাওয়াটা শ্রেয়। বাইশ গজের মাঠে সব বাধা পেরিয়ে সাফল্য অর্জন করাটা আদতে মুখের কথা না। তবে খেলোয়াড়দের জীবন কিন্তু এমনই হয়। এবছর বিশ্বকাপে পর পর টানা ন’টি ম্যাচে জয়লাভ করেছে ভারত। ভারতীয় দলের প্রথম একাদশের পারফরম্যান্সে ২০ বছর পর বিশ্বকাপ জেতার স্বপ্নে মশগুল ছিল দেশ। ক্রিকেটপ্রেমীরা ধরেই নিয়েছিলেন বিশ্বকাপের ট্রফি এ বার আর অন্য কোনো দেশে যাবেনা। কিন্তু আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবিবার সেই স্বপ্নকে ধরে দেখা হলনা। বছর কুড়ির আগের বদলা নেওয়া হলনা রোহিতের দলের। জয়ের মুকুট ছিনিয়ে নেওয়ার স্বপ্ন অধরাই থেকে গেলো ভারতের।
তবে সুযোগ আবার আসবে, আবার ভারত জয়ের হাসি হাসবে। ট্রফি জিততে না পারলেও এই মরসুমে গোটা দলের পারফরম্যান্স সত্যি প্রশংসনীয়। বিশ্বকাপের পর কিছুদিনের বিরতি, এবার সবার ঘরে ফেরার পালা। একরাশ মনখারাপ নিয়েই নিশ্চিন্ত আশ্রয় ক্লান্তি বিশ্রাম নেবেন রোহিত, বিরাট, রাহুলরা। কেমন বাড়িতে থাকেন ভারতের এই তাবড় তাবড় ক্রিকেটাররা (Lifestyle of Indian Cricketers)? কত দাম হতে পারে তার?
জনপ্রিয় এই ক্রিকেটাররা থাকেন বড় বড় বাড়িতে যার একঝলক অবাক করবে আপনাকে (Lifestyle of Indian Cricketers)। বছরের শুরুতেই মুম্বইয়ের আলিবাগে নতুন বাড়ি কিনলেন কোহলি দম্পতি। আলিবাগের আওয়াস গ্রামে সদ্য কেনা ২০০০ বর্গফুটের এই ভিলার দাম প্রায় ৬ কোটি টাকা। বিরাট কোহলি আগে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে থাকতেন মুম্বইয়ের ওরলি এলাকার ওমকার টাওয়ারে। এ বার তিনি নিলেন দ্বিতীয় বাড়ি যার ভিলায় রয়েছে ৪০০ বর্গফুটের সুইমিং পুল। ভিলার অন্দরসজ্জা সত্যি মুগ্ধ করবে আপনাকে, রয়েছে সবুজের ছোঁয়া। ভিলাটির অন্দরসজ্জা আরো চমৎকার। রাজকীয় এই ভিলার মূল্য সত্যি অবাক করে দেবে মানুষকে।
এবার জেনে নেব কোথায় থাকে ভারত অধিনায়ক? নিজের স্ত্রী কন্যাকে নিয়ে মুম্বইয়ের আহুজা টাওয়ারে ছ’হাজার বর্গফুটের চার কামরার ফ্ল্যাটে থাকেন ভারতের ‘হিটম্যান’। ৫৩ তলার এই টাওয়ারের ২৭ তলায় থাকেন রোহিত। ফ্ল্যাটটির বারান্দা সবথেকে বেশি সুন্দর জায়গা। আরব সাগরের নীল জলে তাকিয়ে সময় কাটাতে পারবেন। বাড়ির ভিতরেই সুইমিং পুল, জিম, মিনি থিয়েটার সবই রয়েছে। এই ফ্ল্যাটের বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা, ফ্ল্যাটটি দেখলেই রোহিতের জীবনযাত্রার ধারণা পাওয়া যায় (Lifestyle of Indian Cricketers)।
তার ব্যক্তিগত এবং পেশাগত দুটো জীবনই বরাবর চর্চার শিরোনামে (Lifestyle of Indian Cricketers)। তেমনই শামির সম্পত্তি নিয়েও অনুরাগীদের মধ্যে জল্পনার শেষ নেই। কেনই বা হবেনা উত্তরপ্রদেশে আমরোহা জেলায় রয়েছে শামির একটি বাগানবাড়ি। সেটা ৬০ একর জমির উপর তৈরি হয়েছে এবং এর আনুমানিক মূল্য প্রায় ১২-১৫ কোটি টাকা। শামির বাগানবাড়ির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল, বাগানবাড়ির ভিতরেই আছে ক্রিকেট খেলার পিচ। নিজের অবসর সময় এখানে অনুশীলন করেন শামি। সবুজে ঘেরা এই বাগানবাড়ি সত্যি অতুলনীয়।
কে এল রাহুল এবং তাঁর স্ত্রী আথিয়া শেট্টির বর্তমান ঠিকানা হল মুম্বইয়ের কার্টার রোডে তীরে চার কামরার বিলাসবহুল ফ্ল্যাট। ফ্ল্যাটটির সবথেকে বড় আকর্ষণ সবুজে ঘেরা ব্যালকনি। ব্যস্ততা কম থাকলে নিজেদের সুন্দর সময় সেখানেই কাটান দু’জনে। রাহুলের এই বিশাল ফ্ল্যাটের দাম ১৫ কোটি টাকা। ভারতীয় ক্রিকেটের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার বাংলো অবাক করবে আপনাকে। যেকোনো রাজপ্রাসাদকে সহজেই হার মানাবে। চার তলা এই বাংলোর চারদিকে শুধুই রাজপুত সংস্কৃতির ছাপ। বাংলোর মূল দরজাটি পর্যন্ত বহুমূল্যের কাঠ দিয়ে তৈরি। এছাড়া বাংলোর বিভিন্ন জায়গা পুরনো দিনের ঝাড়বাতি দিয়ে সাজানো। ‘জাড্ডু’ ভাইয়ের এই প্রাসাদ সমান বাংলো তৈরি করতে খরচ হয়েছে ১৮ কোটি টাকা।