নিজস্ব প্রতিবেদন : দক্ষিণবঙ্গে এখন হু হু করে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। হু হু করে তাপমাত্রার পারদ নামা শুরু করতেই বাড়িতে বাড়িতে শুরু হয়েছে গিজার চালানো। স্নান থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন কাজে জল গরম করার জন্য গিজার চালানোর সময় থাকতে হবে সাবধান। কেননা গিজার চালানোর সময় এই ভুল করলেই বোমার মত ফেটে যাবে গিজার (Geyser)।
শীতকাল এলেই বহু মানুষকে দেখা যায় রুম হিটার থেকে শুরু করে গিজার সহ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি কিনতে। এই সকল যন্ত্রপাতি মানুষের জীবনে অনেক আরাম দিয়ে থাকে। তবে বহু মানুষকে যারা এই ধরনের যন্ত্রপাতি কিনলেও টাকা বাঁচানোর চিন্তা করে থাকেন। অনেকেই রয়েছেন যারা অল্প দামে অর্থাৎ সস্তায় এই সকল জিনিসপত্র কিনে ফেলেন। তবে এই সব পদক্ষেপ নেওয়ার কারণে কোন বিপদ ডেকে আনছেন না তো?
গিজার কেনার সময় সবার আগে যেদিকে খেয়াল রাখতে হবে সেটি হল গিজারটি যেন অবশ্যই হয়ে থাকে আইএসআই (ISI) মার্ক যুক্ত। এছাড়াও গিজার কিনে আনার পর সেটিকে বাড়িতে ইন্সটল করার জন্য অবশ্যই একজন মেকানিককে ডাকা প্রয়োজন। কেননা সঠিকভাবে সঠিক জায়গায় যদি গিজার ইনস্টল না করা হয় তাহলে বিপদ ঘটে যেতে পারে। এসব ছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলি গিজার চালানোর সময় মানতে হবে।
যেমন দীর্ঘদিন ধরে গিজার বন্ধ থাকার পর যদি গিজার চালানো হয় তাহলেও কিন্তু বিপদ ঘটতে পারে। এর জন্য দীর্ঘদিন ধরে বন্ধ থাকা গিজার একবার সার্ভিসিং করে তারপর চালানো দরকার। পাশাপাশি যখন গ্রীষ্মকালে গিজারের প্রয়োজন হয় না তখন যে পাইপ লাইনের মাধ্যমে গিজার যুক্ত থাকে সেই পাইপলাইন দিয়ে মাঝে মধ্যেই জল আদান প্রদান করতে হবে। একেবারেই জল আদান-প্রদান বন্ধ রাখলেও গিজারের ক্ষতি হতে পারে এবং বিপদ ঘটতে পারে।
এর পাশাপাশি গিজারের তার সবসময় তামার যেন হয় তা দেখে নিতে হবে। তামার না হয়ে অন্য কোন ধাতুর হলে সেক্ষেত্রেও বিপদ ঘটতে পারে এবং বিস্ফোরণের মতো ঘটনা ঘটতেও পারে। এছাড়াও যে সকল গিজার স্বয়ংক্রিয় নয় সেগুলিতে জল গরম করার নির্দিষ্ট সময় পর বন্ধ করে দিতে হবে। বন্ধ না করা হলে কিন্তু বিস্ফোরণ ঘটতে পারে। স্বয়ংক্রিয় গিজারগুলির জল নির্দিষ্ট তাপমাত্রার উপর গরম হলেই অটোমেটিক তা বন্ধ হয়ে যায়।
এছাড়াও যে সকল গিজার গ্যাস সিলিন্ডার যুক্ত সেগুলি বাথরুমে ইনস্টল করার ক্ষেত্রে অবশ্যই সেখানে একটি এক্সজস্ট ফ্যান রাখতে হবে। কেননা এই ধরনের গিজার থেকে প্রোপেন ও বিউটেন গ্যাস নির্গত হয়ে থাকে। পরবর্তীতে তা আবার কার্বন-ডাই-অক্সাইডে পরিণত হয়। এইজন্য এই ধরনের গিজার যে বাথরুমে লাগানো রয়েছে সেখানে এক্সজস্ট ফ্যান না থাকলে জ্ঞান হারানোর মতো ঘটনাও ঘটতে পারে।