Honda CB350: রয়্যাল এনফিল্ডের মাথায় হাত! সস্তায় Honda তাদের CB350 এনে প্রতিযোগিতা লাগিয়ে দিল বাজারে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Honda launched the CB350 in the Indian market at just Rs 2 lakh: বাইক প্রেমীদের জন্য দুর্দান্ত খবর, দীপাবলি যেতেই মার্কেটে এন্ট্রি নিল হন্ডার নয়া বাইক। ভারতের মোটরসাইকেল দুনিয়াতে এইধরনের নতুন বাইক লঞ্চ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে হণ্ডা। গত শুক্রবার অফিশিয়ালি লঞ্চ হলো Honda CB350। বাইকটি সাড়ে তিনশো সিসির এবং এটি কোম্পানির তৃতীয় বাইক। কিন্তু বাইকটির ডিজাইন সত্যি অতুলনীয়। প্রথম দেখাতে আপনার মনে হবে রয়্যাল এনফিল্ড ক্লাসিক। আসলে দুই বাইকের চেহারায় অদ্ভুত মিল রয়েছে। এবার জানতে হবে বাইকটির দাম এবং ফিচারস সম্পর্কে।

Advertisements

হন্ডা সিবি 350 (Honda CB350)তে রয়েছে মন ভালো করা সমস্ত দুর্দান্ত ফিচারস যেমন LED লাইটিং সিস্টেম (গোল হেডলাইট), মেটাল ফেন্ডার, মেটাল সাসপেন শন কভার এবং স্প্লিট সিট। বাড়তি ফিচার্স হিসাবে বাইক প্রেমীরা পেয়ে যাবে ডিজিটাল-অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সঙ্গে হন্ডা স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম। পাশাপাশি টর্ক কন্ট্রোল সিস্টেম অ্যাসিস্ট ও স্লিপার কাছে এবং এমার্জেন্সি স্টপ সিগন্যালের সুবিধা রয়েছে বাইকে।

Advertisements

হোন্ডার এই নতুন বাইকটিতে (Honda CB350) রয়েছে ৩৪৮ সিসি এয়ার-কুল্ড ইঞ্জিন যা হর্সপাওয়ার তৈরি করতে পারে ২১.১ এবং ২৯.৪ এনএম টর্ক তৈরি করতে পারে। সাথে আবার রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স। গাড়িটির (Honda CB350) ব্রেকিং সিস্টেমও অতুলনীয়। বাইকে ক্লাসিকের র দু চাকাতেই আছে ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। বাইকের সামনে চাকায় পাবেন টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক এবং পিছন চাকায় নাইট্রোজেন চার্জ সাসপেনশন। বাইকের রঙের ক্ষেত্রে নানা রকম ভেরিয়েন্ট রয়েছে। যেমন -প্রিসিয়াস রেড মেটালিক, পার্ল ব্ল্যাক, ম্যাট ক্রাস্ট মেটালিক, ম্যাট মার্শাল গ্রিন মেটালিক এবং ম্যাট ডিউন ব্রাউন।

Advertisements

কোম্পানির অন্যান্য বাইকে আপনি পেয়ে যাবেন ১০ বছরের ওয়ারেন্টি। এই ওয়ারেন্টি আপনি চাইলে ৩ বছর স্ট্যান্ডার্ড এবং ৭ বছর এক্সটেন্ড করতে পারেন। ভারতীয় বাজারে আসল টক্কর হবে রয়্যাল এনফিল্ড সঙ্গে। যার দাম ১.৯৩ লাখ থেকে ২.২৪ লাখ টাকা। দুটি বাইকের মধ্যে দাম এবং ইঞ্জিন পারফরম্যান্সের নিয়ে খুব বেশি পার্থক্য নেই। কিন্তু বাইকপ্রেমীদের কাছে রয়েল এনফিল্ড ক্লাসিক ছাড়াও জায়গা করে নিতে পারে হোন্ডার এই নতুন বাইকটি।

ভারতের বাজারে আপনি বাইকটি (Honda CB350) পেয়ে যাবেন ১,৯৯, ৯০০ টাকায়(এক্স-শোরুম)। আপাতত দুটি ভেরিয়েন্টে গাড়িটি লঞ্চ করা হয়েছে যেমন – DLX এবং DLX Pro। প্রো মডেলের দাম ২, ১৭, ৮০০ টাকা (এক্স-শোরুম)। যদি গাড়িটি কিনতে চান হন্ডার Bigwing ডিলারশিপ থেকে বুক করে দিন এবং ডেলিভারি শুরু হবে খুব শীঘ্রই।

Advertisements