কত মাস হল, কবে আসবে শুভশ্রীর দ্বিতীয় সন্তান! ডেট জানিয়ে দিলেন মাসি দেবশ্রী

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টলিউড ইন্ডাস্ট্রিতে সবসময় যাদের নিয়ে আলোচনা হয়ে থাকে তাদের মধ্যে একজন হলেন শুভশ্রী (Subhashree Ganguly)। পরিচালক রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই তিনি আরও বেশি করে আলোচনায় আসতে শুরু করেছেন। বিশেষ করে তাদের দুজনের সাংসারিক জীবনের নানান খুঁটিনাটি বিষয় সবসময় আলোচনায় আসতে দেখা যায়।

Advertisements

রাজ-শুভশ্রীর বিয়ের পর ২০২০ সালে তাদের কোলে আসে প্রথম সন্তান ইউভান। প্রথম সন্তান আসার তিন বছর কাটতে না কাটতেই ২০২৩ সালের প্রথম দিকে হঠাৎ খবর পাওয়া যায় শুভশ্রী দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন। ইউভানের বয়স ৩ বছর হতে না হতেই দ্বিতীয় সন্তান আসা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন ছিল, ‘একি না চাওয়াতেই পাওয়া’? যদিও রাজ চক্রবর্তীর পরে জানান পুরোটাই তাদের প্ল্যানিং।

Advertisements

রাজ চক্রবর্তী একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, প্রথম থেকেই তাদের প্ল্যান ছিল দুই সন্তান নেওয়ার। পাশাপাশি প্ল্যানের মধ্যে ছিল দুই সন্তানের মধ্যে বয়সের পার্থক্য যেন তিন বছর থাকে। আর সেই মতোই তারা পথ চলেছেন। শুভশ্রী দ্বিতীয়বারের জন্য গর্ভবতী হওয়ার পর সমস্ত রীতি রেওয়াজ ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে। এখন তাদের বাড়িতে সাজো সাজো রব দ্বিতীয় সন্তানের আগমনের জন্য। শুভশ্রীর গর্ভবতী হওয়া কত মাস হল, কবে আসবে তাদের দ্বিতীয় সন্তান?

Advertisements

এই বিষয়ে শুভশ্রীর দিদি দেবশ্রী সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন এবং জানিয়েছেন, সময় চলে এসেছে বললেই চলে। এখন ৯ মাস চলছে। তারা ভীষণভাবে অপেক্ষায় রয়েছেন শুভশ্রীর দ্বিতীয় সন্তানের জন্য। আর এই দ্বিতীয় সন্তানের অপেক্ষায় এই মুহূর্তে দুই বাড়িতেই চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেবশ্রীর কথা অনুযায়ী শুভশ্রীর দ্বিতীয় সন্তান আসতে চলেছে ডিসেম্বর মাসে।

অন্যদিকে শুভশ্রীর দিদি দেবশ্রী জানিয়েছেন, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও রাজ এবং প্রথম সন্তান ইউভান শুভশ্রীর খুব খেয়াল রেখেছে। শুভশ্রীর সুবিধা অসুবিধা সম্পর্কে রাজ সব জানার পাশাপাশি যেন ইউভানও অনেক কিছু বুঝে কাজ করছে। খেলার সময় সেই বুঝতে পারে যে মা এখন গুড়ি হয়ে বল কুঁড়িয়ে দিতে পারবে না। এখন সবাই পুচকুর অপেক্ষায় রয়েছে আর সেই অপেক্ষা খুব তাড়াতাড়ি শেষ হবে।

Advertisements