100 million USD has been allocated for the travel development of Tripura: ত্রিপুরাকে পর্যটনের (Travel Tripura) দিক থেকে উন্নত করতে সেখানকার রাজ্য সরকার যথেষ্ট উদ্যোগ নিয়েছে। রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলিকে নতুনরূপে সাজিয়ে তুলতে নানাবিধ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঠিক সেই সময়েই এগিয়ে এসেছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক, ত্রিপুরার উন্নয়নে তাদের অবদান কিছু কম নয়। পর্যটকদের কাছে পর্যটন কেন্দ্রগুলোকে আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন দিক থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ১০ বছরের ব্যবসায়িক পরিকল্পনা এবং বিপণন কৌশলে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (TTDCL)-কে সাহায্য করবে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক।
এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক (ADB) এর এই উদ্যোগ সত্যি অতুলনীয়। এরফলে ত্রিপুরার বিভিন্ন পর্যটনকেন্দ্র (Travel Tripura)আগের থেকে আরো বেশি সুন্দর হতে চলেছে। পর্যটকদের সংখ্যা বৃদ্ধি করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে যাতে আরও বেশি করে পর্যটক আসেন সেদিকটা দেখা অবশ্যই প্রয়োজনীয়। এই ব্যাপারে আগেই এডিবি-র সঙ্গে চুক্তি হয়েছিল ত্রিপুরার পর্যটন দফতরের। কি বলেছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক? ত্রিপুরার শহরাঞ্চলের উন্নতি এবং পর্যটন ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য তাঁরা ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ হিসাবে দেওয়া হচ্ছে।
টাকা দেওয়ার কারণ নিয়েও বিস্তারিত জানানো হয়েছে ওই ব্যাঙ্কের তরফ থেকে। ADB-র প্রধান নগর উন্নয়ন বিশেষজ্ঞ তোমু উয়েদা বলেন, যেকোনো রাজ্যকে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ত্রিপুরা সরকারের নগর পরিষেবা এবং পর্যটন পরিকাঠামো উন্নত করার জন্য সর্বদাই এগিয়ে আসবে এডিবি। তাদের নেওয়া পরিকল্পনা অনুযায়ী পর্যটনব্যবস্থা, নাগরিক শাসক উন্নয়ন এবং জাতীয় সড়কের উন্নতিসাধন ঘটবে। এর ফলে উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে গড়ে উঠবে ত্রিপুরা। উন্নতির স্বার্থে সেখানে গড়ে উঠবে ডিজিটাল মিউজিয়াম এবং নতুন একটি অ্যাডভেঞ্চার পার্ক (Travel Tripura)।
আগামী দিনে ত্রিপুরা দেশি এবং বিদেশি পর্যটকদের (Travel Tripura)কাছে একটি প্রধান গন্তব্য হয়ে উঠতে পারে। এডিবি দাবি করেছে যে, এই রাজ্যের পর্যটন বিকাশের দারুণ সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার ধর্মীয় স্থান, সেখানের প্রথাগত শিল্পসংস্কৃতি এবং অনন্য হস্তশিল্পকে কেন্দ্র করে সেখানে পর্যটনের সম্ভাবনা, অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ আরো বৃদ্ধি পাবে। এতদিন যাবৎ যে ঘাটতি ছিল তা পূরণ করাই আসল উদ্দেশ্য।
এডিবি অবশ্য জানিয়েছে, দেশি-বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটকদের সুবিধার জন্য এবং পর্যটন শিল্পকে উন্নতির মুখ দেখানোর জন্য পরিকাঠামোকে সেভাবে গড়ে তোলা হচ্ছে। চতুর্দশ দেবতা মন্দির, কসবা কালীবাড়ি, নীরমহল জাতীয় পর্যটনকেন্দ্রগুলির উন্নতি করতে সাহায্য করবে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক। বিভিন্ন এলাকায় পানীয় জল, নিকাশি ব্যবস্থা এবং পুর-পরিকাঠামো উন্নত করতেও সাহায্য করবে তাঁরা।