না জেনে বেরোলেই ভোগান্তি! একসঙ্গে ২১ জোড়া ট্রেন বাতিল শিয়ালদা, বনগাঁ শাখায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গণপরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা হিসাবে রেল পরিষেবাকে (Indian Railways) ধরা হয়ে থাকে। প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন। যে কারণে রেল পরিষেবায় কোনরকম ব্যাঘাত-বিচ্যুতি ঘটলেই এই সকল মানুষদের ভোগান্তির শিকার হতে হয়। ঠিক সেইরকমই সম্প্রতি শিয়ালদা, বনগাঁ শাখায় ২১ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেন বাতিলের এই তালিকা না জেনে বাড়ি থেকে বেরোলেই ভোগান্তির শেষ থাকবে না।

Advertisements

যাত্রীদের যাতে ভোগান্তি না হয় তার জন্য রেলের তরফ থেকে আগাম বিজ্ঞপ্তি দিয়ে ট্রেন বাতিলের খবর জানানো হয়েছে এবং কোন কোন ট্রেন বাতিল থাকবে তাও জানিয়ে দেওয়া হয়েছে। যাত্রী পরিষেবা আরও উন্নত এবং নিরাপত্তার স্বার্থে রেলের রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সব ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাত ১১ঃ৩৫ থেকে রবিবার সকাল ৭:৩৫ মিনিট পর্যন্ত এই সকল ট্রেন বাতিল থাকবে বলে পূর্ব রেলের (Eastern Railway) তরফ থেকে জানানো হয়েছে।

Advertisements

বাতিল থাকা ট্রেনগুলি হল শিয়ালদহ-ডানকুনি শাখায় আপ ৩২২৪৯, ৩২২১১, ৩২২১৩, ৩২২১৭, ৩২২১৯। ওই শাখায় ডাউন ৩২২৫২, ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬, ৩২২১৮, ৩২২২০ ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ-বনগাঁ শাখায় আপ ৩৩৮১৩ ও ডাউন ৩৩৮১৪ ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ-হাবড়া শাখায় আপ ৩৩৬৫১, ৩৩৬৫৩ ও ডাউন ৩৩৬৫২, ৪৪৬৫৪ ডাউন ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ-হাসনাবাদ শাখায় আপ ৩৩৫১১ আপ ও ডাউন ৩৩৫১২ ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ-দত্তপুকুর শাখায় আপ ৩৩৬১৩ এবং ডাউন ৩৩৬১২, ৩৩৬১৬ ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ-কল্যাণী সীমান্ত আপ ও ডাউন ৩১৩১১, ৩১৩১৩, ৩১৩১৪, ৩১৩১৬ ট্রেন বাতিল থাকবে।

Advertisements

শিয়ালদহ-শান্তিপুর শাখায় আপ ও ডাউন ৩১৫১৩, ৩১৪১৪ ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ-গেদে শাখায় আপ ও ডাউন ৩১৯১১, ৩১৯১৪ ডাউন ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় আপ ও ডাউন ৩১৮১৫, ৩১৮১৬ ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ-বারাকপুর শাখায় আপ ও ডাউন ৩১২১৩, ৩১২১৪ ডাউন ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ-নৈহাটি শাখায় আপ ও ডাউন ৩১৪৭১, ৩১৪১৮, ৩১৪২২ ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ-রানাঘাট শাখায় আপ ও ডাউন ৩১৬১১, ৩১৬১৫, ৩১৬১২, ৩১৬১৪ ডাউন ট্রেন বাতিল থাকবে।

অন্যদিকে আপ বজবজ থেকে নৈহাটি লোকাল ট্রেনটি নৈহাটির পরিবর্তে শিয়ালদা পর্যন্ত যাবে এবং শিয়ালদা থেকে বজবজের উদ্দেশ্যে ডাউন ট্রেনটি রওনা দেবে। পাশাপাশি শিয়ালদা থেকে দূরপাল্লার কিছু ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে। যেমন রবিবার ১৩১৭৩ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সকাল ৬:৫০ এর পরিবর্তে সকাল ৭:৩৫ মিনিটে ছাড়বে। ১৩১১৩ হাজারদুয়ারি এক্সপ্রেস রবিবার সকাল ৬:৫০ এর পরিবর্তে কলকাতা থেকে ছাড়বে সকাল ৮:২০ মিনিটে।

Advertisements