নিজস্ব প্রতিবেদন : দীঘার (Digha) সমুদ্র সৈকত হলো হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটকদের কাছে প্রিয় একটি সমুদ্র সৈকত। পশ্চিমবঙ্গের যে সকল সমুদ্র সৈকত রয়েছে সেই সকল সমুদ্র সৈকত দীঘার সমুদ্র সৈকতের সামনে পাত্তা পায় না। যে কারণেই প্রতিদিনই রাজ্য, দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার পর্যটকরা দীঘায় আসেন। হাতে দুদিন ছুটি পেলেই দীঘায় ছুটে আসতে দেখা যায় পর্যটকদের।
দিঘার এমন জনপ্রিয়তার দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই এলাকায় উন্নয়নে ব্যাপক জোর দেওয়া হচ্ছে। প্রতিদিনই কোন না কোন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে এই সমুদ্র সৈকতকে আরও জনপ্রিয় করে তোলার জন্য। এরই মাঝে দীঘায় এখন ফাটিয়ে মজা করার সুযোগ করে দিচ্ছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। এখন সমুদ্র সৈকতেই দেখতে পাওয়া যাবে লাইভ পারফরম্যান্স, মিউজিক সহ কত-কী।
আসলে চলতি সপ্তাহে দীঘার সমুদ্র সৈকতে যারা ঘুরতে যাচ্ছেন তারা এইসব আনন্দ উপভোগ করতে পারবেন। কেননা সরকারের তরফ থেকে এখানে একটি মেলার আয়োজন করা হয়েছে। হালকা শীতের মরশুমে দীঘায় যখন বাড়ছে পর্যটকদের ভিড়, যখন তিন দিনের টানা ছুটিতে সবাই ছুটে আসছেন দীঘায় তখন এই সরকারি মেলা প্রতিটি পর্যটকদের কাছেই বাড়তি পাওনা।
দীঘার সমুদ্র সৈকতের ধারে বিশ্ব বাংলা দু’নম্বর ঘাটে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাংস্কৃতিক মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং সেখানে শিল্পীদের লাইভ পারফরম্যান্স করতে দেখা যাচ্ছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের রকমারি সাজিয়ে বাহারি বাহারি স্টল। শুক্রবার থেকে শুরু হয়েছে এই সাংস্কৃতিক মেলা এবং তা চলবে আগামী রবিবার পর্যন্ত।
তিন দিনের জন্য এই মেলা শুরু হচ্ছে বিকেল ৫টা থেকে এবং তা চলবে রাত্রি ৯টা পর্যন্ত। মেলায় থাকছে বিভিন্ন ধরনের এক্সপো, বিভিন্ন ধরনের প্রদর্শনী এবং নানান সংস্কৃতিক অনুষ্ঠান। জেলার লোক শিল্পীদের পাশাপাশি অনুষ্ঠানকে আরও জমজমাট করার জন্য বিভিন্ন জায়গার জনপ্রিয় শিল্পীদেরও অনুষ্ঠান রাখা হয়েছে। এই মেলার কারণে চলতি সপ্তাহে যারা দীঘায় ঘুরতে গিয়েছেন তারা সকালে সমুদ্রে স্নানের পাশাপাশি সন্ধ্যায় ফাটিয়ে মজা করতে পারবেন।