দার্জিলিং অতীত! এবার তৈরি হবে নিউ দার্জিলিং! মুখ্যমন্ত্রীর বড় উদ্যোগ, জানুন কোথায়

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাংলার পর্যটকরা ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন জায়গার পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় জায়গা হল দার্জিলিং (Darjeeling)। দার্জিলিং এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে আগাম বুকিং না করে রাখলে এই এলাকায় হোটেল বা অন্যান্য সুবিধা পাওয়া যায় না। প্রতিদিনই রাজ্য দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার পর্যটকরা উত্তরবঙ্গের এই হিল স্টেশনে এসে থাকেন।

Advertisements

দার্জিলিংয়ের জনপ্রিয়তা যেমন ব্যাপক স্তরে পৌঁছে গিয়েছে ঠিক সেইরকমই রাজ্যে আরও একটি হিল স্টেশন তৈরি করার পরিকল্পনা নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। দ্বিতীয় এই হিল স্টেশন নিউ দার্জিলিং (New Darjeeling) হিসেবে তৈরি হতে পারে বলে জানা যাচ্ছে। মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন এই পরিকল্পনার পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গে গড়তে পারে নতুন পর্যটন কেন্দ্র।

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন বড় পরিকল্পনার কথা ঘোষণা করেন সম্প্রতি হয়ে যাওয়া বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে। যেখানে বিনিয়োগের প্রসঙ্গ উঠতেই পর্যটন ক্ষেত্রেও বিনিয়োগ করা যেতে পারে এমন উদাহরণ দিয়ে নতুন হিল স্টেশন তৈরি করার বিষয়ে জানান মুখ্যমন্ত্রী। মূলত দার্জিলিংয়ের মতই একই রকম আবহাওয়া রয়েছে যেসব পাহাড়ি হিল স্টেশনে সেখানেই এমন নিউ দার্জিলিং করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

Advertisements

উত্তরবঙ্গে নতুন দার্জিলিং তৈরি করার যে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে সেই পরিকল্পনা অনুযায়ী যে জায়গাগুলির নাম উঠে আসছে সেগুলি হল কালিম্পং, কার্শিয়াং অথবা মিরিক। এই সকল জায়গার আবহাওয়া অনেকটা একই রকম। যে কারণেই নতুন দার্জিলিং তৈরি করার ক্ষেত্রে এই তিনটি জায়গা বেছে নেওয়া হতে পারে। এমনিতেই এই সকল জায়গা ব্যাপক জনপ্রিয় এবং দার্জিলিংয়ের মত হিলস্টেশন তৈরি হলে নতুন করে কিছু বলার নেই।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গ এমন একটি জায়গা যেখানে এক হাজারটি হোটেল খুললেও প্রতিদিন বুকিং পাওয়া যাবে। পাহাড় থেকে সমুদ্র সমস্ত রকম পরিবেশ রয়েছে এখানে। অন্যদিকে নিউ দার্জিলিং তৈরি করার বিষয়টি এই প্রথম পরিকল্পনায় এসেছে এমন নয়। এর আগেও এমন পরিকল্পনার বিষয়ে আলোচনা হয়েছে উৎকর্ষ বাংলার পর্যালোচনা বৈঠকে। এছাড়াও উত্তরবঙ্গে লামাহাটার মত আরও পর্যটনকেন্দ্র তৈরি করার পরিকল্পনাও রয়েছে।

Advertisements