মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করেই ব্যাপক লাভ! ফ্রাঞ্চাইজি দিচ্ছে পোস্ট অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পোস্ট অফিস (Post Office) এমন একটি প্রতিষ্ঠান যেটি ভারতীয়দের কাছে গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয়ে থাকে। বর্তমান যোগ দিন দিন ডিজিটালাইজ হলেও পোস্ট অফিসের চাহিদা এখনো কমেনি। বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের পাশাপাশি চিঠি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র আদান-প্রদানের ক্ষেত্রেও পোস্ট অফিস আলাদা ভূমিকা পালন করে থাকে। তবে জানেন কি, এই পোস্ট অফিস এবার সাধারণ মানুষদেরও রোজগারের সুযোগ করে দিচ্ছে।

Advertisements

সরকারি প্রতিষ্ঠান পোস্ট অফিসের সঙ্গে সরাসরি ব্যবসা করার জন্য তাদের তরফ থেকে এবার ফ্রাঞ্চাইজি দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। পোস্ট অফিসের ব্যাপক চাহিদা থাকলেও দেশের অনেক জায়গায় এখনো শাখা তৈরি করা সম্ভব হয়নি। সেই সকল জায়গায় পোস্ট অফিস নিজেদের পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এমন ব্যবস্থা গ্রহণ করেছে। তবে এই ব্যবস্থার সঙ্গে সঙ্গে অন্যান্যদেরও রোজগারের সুযোগ বৃদ্ধি পাচ্ছে।

Advertisements

পোস্ট অফিসের তরফ থেকে যে ফ্রাঞ্চাইজি দেওয়া হচ্ছে তাতে মানি অর্ডার পাঠানো, স্ট্যাম্প ও স্টেশনারি পাঠানো, ক্ষুদ্র সঞ্চয় অ্যাকাউন্ট খোলা, ডাক পাঠানো, অর্ডার করা ইত্যাদি বিভিন্ন কাজ করা যাবে। এই সকল কাজের জন্য যিনি ফ্রাঞ্চাইজি নেবেন তাকে নির্দিষ্ট কমিশন দেওয়া হবে। এই ফ্রাঞ্চাইজি পাওয়া মানে নিজের এলাকায় একটি ছোটখাটো পোস্ট অফিস খোলার মতই।

Advertisements

পোস্ট অফিসের তরফ থেকে এই ফ্রাঞ্চাইজির ক্ষেত্রে দুই ধরনের ফ্রাঞ্চাইজি দেওয়া হয়ে থাকে। প্রথমটি হল ফ্রাঞ্চাইজি আউটলেট এবং দ্বিতীয়টি হল ফ্রাঞ্চাইজি পোস্টাল এজেন্ট। ফ্রাঞ্চাইজি আউটলেটের ক্ষেত্রে বিনিয়োগ অনেক কম, তবে পোস্টাল এজেন্টের ক্ষেত্রে বিনিয়োগ বেশি করতে হয়। কেননা এর জন্য স্টেশনারি কিনতে হয়। অন্যদিকে এই ধরনের পোস্ট অফিস খোলার জন্য ২০০ বর্গ ফুটের একটি অফিস থাকা প্রয়োজন।

ফ্রাইঞ্চাজি নেওয়ার ক্ষেত্রে যে সকল শর্ত রয়েছে সেগুলি পোস্ট অফিসের তরফ থেকে https://www.indiapost.gov.in/VAS/DOP_PDFFiles/Franchise.pdf আকারে প্রকাশ করা হয়েছে। ফ্রাঞ্চাইজি পাওয়ার পর স্পিড পোস্টের জন্য ৫ টাকা, মানি অর্ডারের জন্য ৩ থেকে ৫ টাকা, পোস্টেজ স্ট্যাম্প এবং স্টেশনারির জন্য ৫% কমিশন দেওয়া হয়ে থাকে। এছাড়াও অন্যান্য বিভিন্ন পরিষেবার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের কমিশন রয়েছে।

Advertisements