Ayodhya Ram Mandir: চাকরির দরকার নেই! রাম মন্দিরের পুরোহিত হতে পারলেই মাসে মাসে মিলবে হাজার টাকা

Prosun Kanti Das

Published on:

Advertisements

3000 people have submitted applications from for priests of Ayodhya Ram Mandir: দেশের গোটা হিন্দু সম্প্রদায় অপেক্ষা করে আছে কবে প্রতিষ্ঠিত হবে অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir), হিন্দুদের কাছে এই মন্দিরের গুরুত্ব অপরিসীম। তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে, লোকসভা নির্বাচনের আগেই সাধারণ মানুষের জন্য খুলে যাবে মন্দিরের দরজা। রামমন্দির কর্তৃপক্ষ সেই জন্যই উদ্যোগ নিয়েছে পুরোহিত নির্বাচনের জন্য। রামজন্মভূমির মাহাত্ম্য হিন্দুদের কাছে অনেকটাই। সম্প্রতি শ্রীরাম তীর্থক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে পুরোহিত পদের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল।

Advertisements

এখানে পুরোহিতের পদ কিন্তু মাত্র ২০টি, রামমন্দিরের (Ayodhya Ram Mandir) পৌরোহিত্য পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার তাই এই বিষয়ে অনেকেরই আগ্রহ থাকবে সেটাই স্বাভাবিক। এই পদের জন্য এরমধ্যেই তিন হাজারেরও বেশি মানুষ আগ্রহ প্রকাশ করে আবেদন করেছেন। সেখান থেকেই চূড়ান্ত বাছাই করা হবে, তবে সেই পদ্ধতি মোটেই সোজা নয় এই পর্বের জন্য কঠিন পরীক্ষার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।

Advertisements

মোট ২০০ জনকে রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) পুরোহিতের জন্য প্রাথমিকভাবে বাছাই করা হবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। অযোধ্যায় করসেবকপুরমে ইন্টারভিউ পর্বের দ্বারা এই তালিকা চূড়ান্ত করা হবে। আর এই ইন্টারভিউয়ের জন্য তৈরি করা হবে তিন জন সদস্যের একটি প্যানেল। এই প্যানেলে থাকবেন বৃন্দাবনের হিন্দু ধর্মগুরু জয়কান্ত মিশ্র, মিথিলেশ নন্দিনী এবং সত্যনারায়ণ দাস নামে অযোধ্যার দুই মোহন্ত।

Advertisements

বর্তমানে রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব সত্যিই অপরিসীম। দেশের জন্য এটি একটি বিরাট সম্পদ। এই মন্দিরের পুরোহিত হতে গেলে বহু কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে যোগ্য প্রার্থীদের। এই প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন পুজোপার্বণের নিয়ম কানুনের বিষয়ে খুঁটিনাটি প্রশ্ন করার সাথে রামের সন্ধ্যা বন্ধনের পুজো পদ্ধতি, উপাসনা মন্ত্র, কর্মকাণ্ড ইত্যাদি হিন্দু ধর্ম-পুরাণের নানা বিষয়েই প্রশ্ন করা হবে। এই কঠিন নির্বাচন পর্ব শেষ হলে ছয় মাস নির্দিষ্ট ধর্মীয় পাঠক্রম ধরে যেসব প্রার্থীরা পুরোহিত পদের জন্য নির্বাচিত হবেন তাদের প্রশিক্ষণ চলবে অযোধ্যায়।

এখন সব থেকে বড় প্রশ্ন হলো দেশের এই গুরুত্বপূর্ণ মন্দিরের জন্য পুরোহিতদের কত পারিশ্রমিক দেওয়া হবে? সূত্র দ্বারা শোনা গেছে যে, নির্বাচিত পুরোহিতরা প্রশিক্ষণ চলাকালীন খাবার এবং থাকার ব্যবস্থা ছাড়া ২০০০ টাকা করে বৃত্তি পাবেন। আরো জানা যায় যে, বর্তমানে রাম মন্দিরের মুখ্য পুরোহিত পাবেন ২০ হাজার টাকা বেতন। এছাড়াও সহায়ক চার পুরোহিত পান ২০ হাজার টাকা। কোঠারি কিংবা ভাণ্ডারিরা পান ১৫ হাজার টাকা। ভৃত্যরাও পান ১৫ হাজার টাকা। রাম মন্দির প্রতিষ্ঠা হলে এই ক্রম অনুযায়ী পুরোহিতদের বেতনের পরিমাণ ধার্য হবে এমনটাই আশা করা যাচ্ছে।

Advertisements