অবশেষে বড় উপহার পাচ্ছে দীঘা! এই দিন চালু হচ্ছে বিলাসবহুল প্রমোদতরী, জানুন কত পড়বে ভাড়া

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বছরের এমন কোন দিন নেই যেদিন দীঘায় (Digha) পর্যটকদের ভিড় জমে না। প্রতিদিনই দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক দিঘার সমুদ্র সৈকতে এসে ভিড় জমান। মূলত কলকাতা থেকে কাছে এবং যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হওয়ার কারণে পর্যটকদের এই সমুদ্র সৈকতে যাতায়াতের অনেক সুবিধা রয়েছে। সেই সুবিধার কারণেই এত সংখ্যক পর্যটকদের ভিড় দেখা যায় দীঘায়।

Advertisements

আগে দীঘায় আসা মানে সমুদ্রের স্নান করা এবং ফুর্তি করে বাড়ি ফেরা এটাই ছিল রুটিন। তবে পরবর্তীতে সেই রুটিনে আমূল পরিবর্তন এসেছে প্রশাসনিক উদ্যোগে। এখন দীঘায় সমুদ্রে স্নানের পাশাপাশি বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য তৈরি হয়েছে পার্ক, মিউজিয়াম, কফি হাউস সহ আরও কত-কি। তবে এসবের মধ্যেই আবার বড় এক উপহার হিসেবে প্রমোদতরী (Digha Luxury Cruise) পেতে চলেছে দিঘা। এই প্রমোদতরী দীঘায় প্রথম চালু হতে চলেছে।

Advertisements

দীঘায় এমন রাজকীয় একটি প্রমোদতরী চালু করার বিষয়ে গত কয়েক মাস ধরেই নানান পরিকল্পনা গ্রহণ করা হচ্ছিল। এমনকি দুর্গাপুজোর সময় এই প্রমোদতরী চালু হওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। তবে কিছু সমস্যা থাকার কারণে তা চালু করা সম্ভব হয়নি। বাণিজ্যিকভাবে এই প্রমোদতরী চালু করার জন্য রবিবার একটি ট্রায়াল রান করা হয়েছে প্রশাসনিকভাবে। ট্রায়াল রান লাইন সফল হওয়ার পর ১ জানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে এই পরিষেবা শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।

Advertisements

দীঘায় যে প্রমোদতরী পরিষেবা দেবে সেই প্রমোদতরীর নাম হল এমভি নিবেদিতা। হলদিয়া উন্নয়ন সংস্থার তরফ থেকে এই প্রমোদতরী দীঘা ও শঙ্করপুর উন্নয়ন পর্ষদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই প্রমোদতরীতে চড়ে পর্যটকরা সমুদ্র বক্ষে গিয়ে সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি মৎস্যজীবীদের জীবন, জীবিকা ইত্যাদি সরাসরি দেখার সুযোগ পাবেন।

যা জানা যাচ্ছে তাতে এমন প্রমোদতরীতে পর্যটকরা এক ঘন্টা ভ্রমণ করতে পারবেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত মিলবে পরিষেবা। প্রমোদতরীটি বাতানুকূল হওয়ার পাশাপাশি সেখানে বিনোদনের জন্য নানান ব্যবস্থা থাকবে, থাকবে রেস্তোরাঁ। এই প্রমোদতরীতে থাকবে দুটি ডেক এবং ৮০ জন পর্যটক ভ্রমণ করতে পারবেন। ভ্রমণের জন্য পর্যটকদের খুব বেশি টাকা খরচ করতে হবে এমনও নয়। খরচ করতে হবে এক হাজার টাকা বা তার সামান্য এদিক-ওদিক।

Advertisements