Low Budget Destination for Honeymoon couple in West Bengal: সদ্য বিবাহিত দম্পতিদের জন্য সুখবর! যারা নতুন বিয়ে করেছেন কিংবা আগামীতে সাত পাকে বাঁধা পড়ছেন খুব তাড়াতাড়ি তাদের আনন্দ আরো দ্বিগুণ হতে চলেছে। সময় এবং খরচ কোনোটাই আর আপনার হানিমুনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। বিয়ের অল্প ছুটিতে এবং একেবারে স্বল্প খরচে ঘুরে আসুন পশ্চিমবঙ্গের এই জায়গা থেকে(Low Budget Honeymoon Destination)। কথা দিচ্ছি ঘোরার অভিজ্ঞতা চিরকাল মনে থাকবে আপনার।
আপনি যদি পাহাড় ভালোবাসেন তাহলে দার্জিলিং আপনার জন্য একেবারে আদর্শ। অনেকের কাছে দার্জিলিং একঘেয়ে হয়ে গেছে কিংবা অনেকেই ভিড় এড়াতে চান। সেক্ষেত্রে আশেপাশের গ্রামগুলো দেখার মত। আপনি পেয়ে যাবেন কাঞ্চনজঙ্ঘার শোভা এবং পাহাড়ি গ্রামের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। যেমন রঙ্গারুন, জোরথাং, শ্রীখোলা, গোরখে, টংলু টুংলিং, সিটং, তাবাকোষী ইত্যাদি। কম খরচে এর থেকে ভালো জায়গা আর হতে পারে না (Low Budget Honeymoon Destination)। অফবিট ডেস্টিনেশন হিসাবে ঘুরে আসতে পারেন দার্জিলিংয়ের আশেপাশের এইসব গ্রাম থেকে।
অনেকে আবার পাহাড় ছেড়ে সমুদ্র বেশী পছন্দ করেন। সমুদ্রের নীল জলরাশি তাদের যেন আকর্ষিত করে বারবার। তাহলে আর একেবারে ভাবতে হবে না চলে যান দীঘা, মন্দারমনি কিংবা তাজপুরে। অল্প টাকায় এবং দু-তিন দিনের জন্য আপনি ভালোভাবেই আপনার হানিমুন সম্পূর্ণ করতে পারবেন এই জায়গাগুলো ঘুরলে (Low Budget Honeymoon Destination)।
পশ্চিমবঙ্গে শুধু পাহাড় কিংবা সমুদ্র নয় আছে আরো সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র, যাহ হানিমুন ডেস্টিনেশন হিসেবে একেবারে মন্দ না। অল্প বাজেটে সদ্য বিবাহিত দম্পতিরা ঘুরে আসুন শান্তিনিকেতেন থেকে (Low Budget Honeymoon Destination)। সেখানে গেলে দেখতে পাবেন সোনাঝুড়ির হাট কিংবা কোপাই নদী, এছাড়া ইতিউতি ঘুরে রবি ঠাকুরের জায়গা দেখে সুন্দর দু চারদিন কেটে যেতে পারে। এর পাশাপাশি রয়েছে সুরুল রাজবাড়ি সেটাও এক ফাঁকে দেখে নিতে পারেন। আছে বল্লভপুর জঙ্গল। জঙ্গল বলতে মনে পড়ে গেল পশ্চিমবঙ্গের আরেকটি সুন্দর জায়গার কথা সেটি হলো সুন্দরবন। এখানেও আপনি অল্প দিনের জন্য একেবারে কম খরচে ঘুরে আসতে পারেন। প্রকৃতিকে উপভোগ করবেন এবং খাওয়া-দাওয়া করবেন।
পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্রের তালিকায় এই নামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরুলিয়া এবং বাঁকুড়া। বছরের এই সময়টা যদি বিয়ে করেন ২-৩ দিনের ছুটি নিয়ে ঘুরে আসুন পুরুলিয়া এবং বাঁকুড়া থেকে। দেখার মত বহু জিনিস আছে সেখানে। খোয়রাবেরা ড্যাম, মার্বেল লেক, পাখি পাহাড়, মাঠা ফরেস্ট, আপার এবং লোয়ার ড্যাম, বামনি ফলস, ইত্যাদি। তবে দেখা জায়গায় বারবার যাবেন না, ঘুরতে গিয়ে স্থানীয় গাড়ি বুক করে বলুন আশেপাশের গ্রাম ঘুরে দেখার জন্য। শীতের এই সময়টা প্রকৃতির সৌন্দর্য দেখতে পাবেন। ফেরার পথে বাঁকুড়া ঘুরে চলে আসুন। কম খরচে একটা সুন্দর উইকেন্ড ট্রিপ হয়ে যাবে।