If you have a UPI account, do this within this year, notice by NPCI: বর্তমান সময়ে সাধারণ মানুষ আর্থিক লেনদেনের জন্য GPay, PhonePe এবং Paytm এর মতো থার্ড পার্টি অ্যাপগুলোর উপর অনেকটাই নির্ভরশীল। মুদির দোকানের জিনিসপত্র থেকে শুরু করে বড় বড় কেনাকাটা সবই হয় এই অ্যাপগুলোর মাধ্যমে। কিন্তু এই থার্ড পার্টি অ্যাপগুলো যারা ব্যবহার করেন তারা পড়তে পারেন বড় সমস্যায়। ৩১শে ডিসেম্বরের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে বহু ব্যবহারকারীর UPI আইডি। ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন বা NPCI জানিয়ে দিয়েছে (NPCI Notice to UPI) যে, গুগল পে, ফোনপে এবং পেটিএমের উদ্দেশ্যে একটি সার্কুলার জারি করা হয়েছে এবং সেখানেই GPay, PhonePe এবং Paytm-এর মতো থার্ড পার্টি অ্যাপগুলিকে ৩১ ডিসেম্বরের মধ্যে বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, কোন অ্যাকাউন্টগুলিকে বন্ধ করে দেওয়া হবে সেটাই জানতে হবে। NPCI-এর (NPCI Notice to UPI) তরফ থেকে বলা হয়েছে, বিভিন্ন অ্যাকাউন্ট আছে যা এক বছর বা তারও বেশি সময় ধরে ব্যবহার করা হয়নি, সেগুলিকেই বন্ধ করা হবে। তাহলে আপনাকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। যদি UPI ID আপনার থাকে এবং সেটা দিয়ে এক বছরেরও বেশি সময় ধরে আর্থিক লেনদেন না করে থাকেন তাহলেই বন্ধ হতে পারে আপনার গুগল পে, ফোনপে বা পেটিএম অ্যাকাউন্ট।
আমরা এবার জেনে নেব NPCI আসলে কি? এটি একটি অলাভজনক সংস্থা, যারা ভারতের রিটেল পেমেন্ট এবং সেটেলমেন্ট সিস্টেম নিয়ে কাজ করে। এদের নির্দেশ মেনেই (NPCI Notice to UPI) GPay, PhonePe এবং Paytm-এর মতো থার্ড পার্টি অ্যাপগুলি কাজ করে। পাশাপাশি কোনরকম সমস্যা বা বিবাদের ক্ষেত্রে NPCI মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করে।
NPCI- যে সার্কুলার জারি করেছে সেটা অনুযায়ী, যেসব অ্যাকাউন্টের থেকে গত ১ বছরে কোনরকম আর্থিক লেনদেন হয়নি তাদের UPI আইডি বন্ধ করা হতে পারে। কিন্তু এমন নির্দেশ নেওয়ার পিছনে আসল কারণটা কি? মূলত ব্যবহারকারীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এমনতর নির্দেশ দেওয়া হচ্ছে NPCI-এর পক্ষ থেকে (NPCI Notice to UPI)। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ব্যবহারকারীরা তাঁদের পুরনো নম্বর ডিলিট না করে, নতুন আইডি তৈরি করে, এর থেকে প্রতারণার সম্ভাবনা অনেকাংশ বেড়ে যায়। এমন পরিস্থিতিতে পুরনো আইডি বন্ধ করার নির্দেশ দিয়েছে NPCI।
এমন পরিস্থিতিও হতে পারে যে আপনার অব্যবহৃত, পুরনো UPI আইডি অন্যজনকে দেওয়া হবে। সুপ্রিম কোর্ট সেই কারণেই বলেছে এই ধরনের পরিস্থিতিতে আর্থিক প্রতারণার ঘটনা বাড়তে পারে, জালিয়াতির সম্ভাবনাও বৃদ্ধি পায়। সব মিলিয়ে ব্যবহারকারীদের সুরক্ষার কথা চিন্তা করেই পুরনো আইডি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে যে, টেলিকম কানেকশন প্রদানকারী সংস্থাগুলি ৯০ দিনের পরে বন্ধ হওয়া নম্বরগুলি বাতিল করতে পারে। তাই প্রয়োজনে সেই নম্বর অন্য কাউকে স্থানান্তরও করা যেতে পারে।