SBI faced a big loss due to RBI’s New Rules change: এবছরের মত সমস্ত উৎসব প্রায় শেষ। উৎসবের মরশুম কাটতেই ভারতের সবথেকে বড় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নিয়মের জন্য (New RBI Rules) বিশাল রকমের ধাক্কা খেলো দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নতুন নিয়মের জন্য বড় অংকের টাকার ক্ষতি হয়েছে স্টেট ব্যাঙ্কের। কেন RBI আনলো এই বিরাট পরিবর্তন? এর ফলে কতটাই বা ক্ষতি হলো এসবিআই এর, জানুন বিস্তারিতভাবে।
এই এক সিদ্ধান্তে (New RBI Rules) এসবিআই কার্ডের শেয়ার এক ধাক্কায় নেমে গেল অনেকটাই নিচে। যা ব্যাঙ্কের পক্ষে মোটেই ভালো খবর নয়। সূত্র মারফত জানা গেছে যে, যাবে থেকে আরবিআই কঞ্জুমার ঋণের ঝুঁকির গুরুত্ব বাড়ানো হয়েছে তারপর থেকে এসবিআই কার্ডের শেয়ারগুলি ৮ শতাংশ হ্রাস পেয়েছে। অর্থনৈতিক দিক থেকে যথেষ্টই ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। গত শুক্রবার ছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে সম্মুখীন হতে হয়েছে সব থেকে খারাপ দিনের। গত সপ্তাহে আরবিআই ভোক্তা ঋণের ঝুঁকি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্ত নেওয়ার অন্যতম কারণ হলো অসুরক্ষিত ঋণের হার কিছুটা হ্রাস করা। এরফলে ব্যাঙ্কগুলোর মূলধন মজুদ বাড়ানো হয়েছে, অসুরক্ষিত ঋণ দেওয়ার খরচ বাড়ছে বলেই এটা করা হলো।
রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে, এবছরের উৎসবের মরশুমে ক্রেডিট কার্ড এর খরচ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান অনুযায়ী এই খরচ হলো ১.৭৯ ট্রিলিয়ন ডলার। প্রতি মাসে ব্যয় ২৫.৪ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে বছরে ৩৭.৯ শতাংশ হয়েছে। ব্রোকার ফার্ম ইনক্রেডিট ইক্যুইটিজের মতে, শুধু SBI নয় বহু বেসরকারি ব্যাঙ্ক আরবিআই এর এই নতুন নিয়ম (New RBI Rules) থেকে রেহাই পাবেনা। এর সরাসরি প্রভাব পড়বে তাদের নিট ঋণের ক্ষেত্রেও। এসবিআই কার্ডেও এর যথেষ্ট প্রভাব দেখা দেবে। এরফলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ার অনেকটাই নিচে নেমে যাওয়ার আশঙ্কা। যদিও অনেকে মনে করছেন এর প্রভাব খুব বেশি পড়বে না।
ইনক্রেডিট ইক্যুইটিজ রিপোর্টে বিস্তারিতভাবে বলা হয়েছে যে, এসবিআই কার্ড ব্যাঙ্কগুলি থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কগুলির কাছ থেকে ৭৭ শতাংশ ঋণ নেয়। এটি যে শুধুমাত্র ব্যয়বহুল তা নয় ঝুঁকিও অনেকাংশ বৃদ্ধি করে। যদি ব্যাঙ্কের ক্ষেত্রে তহবিল ব্যয়বহুল হয়ে দাঁড়ায় তাহলে গ্রাহকদের জন্য তা অত্যন্ত দুশ্চিন্তার।
আরবিআই এর এই বড় রকমের নিয়ম পরিবর্তনের (New RBI Rules) প্রভাব ক্রেডিট কার্ড বিলিতেও পড়বে। এই বিষয়ে আরবিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, ব্যাঙ্কগুলি যথেচ্ছ পরিমাণে অসুরক্ষিত ঋণ দিচ্ছে, সেই কারণেই ঝুঁকির মাত্রা বাড়ানো দরকার।