Celling Fan: ১-এ ফ্যান চালালে ইলেক্ট্রিক বিল কম না বেশি আসে! ৯৯% মানুষই জানেন না

Prosun Kanti Das

Published on:

Advertisements

Is it best to keep Celling Fan regulator 1 to save electric bill: এখন শীত আসন্নপ্রায়, তাই ফ্যানের (Celling Fan) প্রয়োজন প্রায় নেই বললেই চলে। কিন্তু আবার যখন শীত বিদায় নিয়ে গরম পড়বে তখন ঘরে ঘরে ঘুরতে শুরু করবে পাখা। গভীর রাতে কিংবা ভোরের দিকে শিরশিরে আবহাওয়া থাকলেও সারাদিন বা সন্ধেবেলায় পাখা লাগবেই। তারপর যদি তাপমাত্রার পারদ বৃদ্ধি পায় তাহলে তো আর কথাই নেই। ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকা যাবেনা। কিন্তু ফ্যান আস্তে চালালে বিল কেমন আসবে সে সম্পর্কে আপনাদের কি কোনো ধারণা আছে?

Advertisements

গ্রীষ্মে এমনিতেই বিদ্যুৎ এর বিল বেশি আসে। তাই গরমের সময়ই যদি ঘরে লাগানো বিভিন্ন রকম বৈদ্যুতিক সামগ্রী একটু যত্ন সহকারে চালানো যায়, তাহলে বিদ্যুৎ সাশ্রয় হতেই পারে। এই বিষয়ে সকলকেই একটু সচেতন হতে হবে। তবে ফ্যান (Celling Fan) আস্তে নাকি জোরে ঘোরালে বিল বেশি আসে সেই সম্পর্কে আমাদের কারোরই স্পষ্ট ধারণা নেই।

Advertisements

ইলেকট্রিক বিলের ভয়ে বহু মানুষ খুব কম তাপমাত্রায় এসি চালান কিংবা বাড়িতে পাখাও (Celling Fan) চালান খুব ঢিমে গতিতে। তারা মনে করেন রেগুলেটর নিচের দিকে থাকলেই বিদ্যুৎ খরচ কম হবে। পাখা জোরে ঘুরলে শক্তি খরচ অনেকটাই বেশি হবে। আপনার কি মনে হয় বিদ্যুতের বিল এই ছোট্ট রেগুলেটরটি নিয়ন্ত্রণ করতে পারবে? একথা পুরোটা সত্যি নয় তবে এমন কিছু রেগুলেটর আছে যা বিদ্যুৎ খরচের উপর কোনও প্রভাব ফেলে না। এগুলো শুধুমাত্র পাখার গতি নিয়ন্ত্রণ করে।

Advertisements

সাধারণত যেসব রেগুলেটর আমাদের বাড়িতে ব্যবহার করা হয়, তারা পাখা চলার সময় পাখায় কম ভোল্টেজ পাঠায় এবং গতি কমাতে সাহায্য করে। কিন্তু এটা বিদ্যুৎ সাশ্রয় করার পথ নয়। কারণ এই নিয়ন্ত্রক একটি প্রতিরোধক হিসাবে কাজ করে। পাখার (Celling Fan) গতি কম থাকলেই যে বিদ্যুৎ সাশ্রয় করা যাবে এই যুক্তি মানা যাচ্ছেনা। আগে যদিও এই কারণেই রেগুলেটর ব্যবহার করা হত। বর্তমানে উন্নত প্রযুক্তির সাথে সাথে রেগুলেটরের মানও বদলেছে। সেই দিক থেকে দেখতে গেলে আধুনিক রেগুলেটর কিন্তু বিদ্যুৎ সাশ্রয় করতে পারে।

খেয়াল করে দেখবেন বেশিরভাগ বাড়িতে ইলেকট্রনিক রেগুলেটর বেশি ব্যবহৃত হয়, আর মনে করা হচ্ছে এগুলো বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। পাখার সর্বোচ্চ গতি এবং সর্বনিম্ন গতির মধ্যে শক্তির পার্থক্য করা সম্ভব। আপনি চাইলে এধরনের রেগুলেটর ব্যবহার করে বাড়ির ইলেকট্রিক বিল কমাতে পারেন, এতে আপনার অর্থ সঞ্চয়ও করে যায়।

Advertisements