নিজস্ব প্রতিবেদন : বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। এই লোকসভা নির্বাচনের আগে সম্প্রতি ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনকে সেমিফাইনাল হিসেবেই বিবেচনা করছে রাজনৈতিক মহল। যে কারণেই এই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে ফলাফল কি হয় তার দিকে তাকিয়ে প্রত্যেকেই। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে (Assembly Election 2023) কে করবে বাজিমাত? কংগ্রেস না বিজেপি? চলুন দেখে নেওয়া যাক।
টাইমস নাও এবং এটিজির সমীক্ষা অনুযায়ী রাজস্থানে বিজেপি পেতে পারে ১০৮ থেকে ১২৮ টি আসন। কংগ্রেস পেতে পারে ৫৬ থেকে ৭২ টি আসন। এই সমীক্ষা অনুযায়ী এবার রাজস্থানে সরকার গড়বে বিজেপি।
এবিপি নিউজ এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী ছত্তিশগড়ে বিজেপি পেতে পারে ৩৬ থেকে ৪৮ টি আসন এবং কংগ্রেস পেতে পারে ৪১ থেকে ৫৩ টি আসন।
টিভি নাইন এবং পোলস্ট্র্যাটের সমীক্ষা অনুযায়ী রাজস্থানে বিজেপি পেতে পারে ১০০ থেকে ১১০ টি আসন এবং কংগ্রেস পেতে পারে ৯০ থেকে ১০০ টি আসন।
জন কি বাতের সমীক্ষা অনুযায়ী রাজস্থানে বিজেপি পেতে পারে ১০০ থেকে ১২২টি আসন। কংগ্রেস পেতে পারে ৬২ থেকে ৮৫টি আসন।
টিভি নাইন এবং পোলস্ট্র্যাটের সমীক্ষা অনুযায়ী মধ্যপ্রদেশে বিজেপি পেতে পারে ১০৬ থেকে ১১৬ টি আসন এবং কংগ্রেস পেতে পারে ১১১ থেকে ১২১ টি আসন।
রিপাবলিক টিভি এবং ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী মধ্যপ্রদেশে বিজেপি পেতে পারে ১১৮ থেকে ১৩০ টি আসন। কংগ্রেস পেতে পারে ৯৭ থেকে ১০৭টি আসন।
জন কি বাতের সমীক্ষা অনুযায়ী মধ্যপ্রদেশে বিজেপি পেতে পারে ১০০ থেকে ১২৩ টি আসন এবং কংগ্রেস পেতে পারে ১০২ থেকে ১২৫টি আসন।
দৈনিক ভাস্করের সমীক্ষা অনুযায়ী রাজস্থানে বিজেপি পেতে পারে ৯৮ থেকে ১০৫ টি আসন এবং কংগ্রেস পেতে পারে ৮৫ থেকে ৯৫ টি আসন।
দৈনিক ভাস্করের সমীক্ষা অনুযায়ী মধ্যপ্রদেশে বিজেপি পেতে পারে ৯৫ থেকে ১১৫ টি আসন এবং কংগ্রেস পেতে পারে ১০৫ থেকে ১২০টি আসন।
নিউজ ২৪ এবং টুডে’স চাণক্যের সমীক্ষা অনুযায়ী মধ্যপ্রদেশে বিজেপি পেতে ১৫১টি আসন এবং কংগ্রেস পেতে পারে ৭৪টি আসন।
টাইমস নাও এবং ইটিজির সমীক্ষা অনুযায়ী মধ্যপ্রদেশে বিজেপি পেতে পারে ১০৮ থেকে ১২৮টি আসন। কংগ্রেস পেতে পারে ৫৬ থেকে ৭২ টি আসন।
টাইমস নাও এবং ইটিজির সমীক্ষা অনুযায়ী মিজোরামে এমএনএফ পেতে পারে ১৪ থেকে ১৮ টি আসন, জিপিএম পেতে পারে ১০ থেকে ১৪ টি আসন, বিজেপি পেতে পারে দুটি আসন এবং কংগ্রেস পেতে পারে ৯ থেকে ১৩ টি আসন।
রিপাবলিক টিভি এবং ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী মিজোরামে এমএনএফ পেতে পারে ১৭ থেকে ২২ টি আসন, জিপিএম পেতে পারে ৭ থেকে ১২টি আসন, বিজেপি পেতে পারে ১ থেকে ২টি আসন এবং কংগ্রেস পেতে পারে ৭ থেকে ১০ টি আসন।
জান কি বাতের সমীক্ষা অনুযায়ী মিজোরামে এমএনএফ পেতে পারে ১০ থেকে ১৪ টি আসন, জিপিএম পেতে পারে ১৫ থেকে ২৫ টি আসন, বিজেপি সর্বোচ্চ পেতে পারে দুটি আসন এবং কংগ্রেস পেতে পারে ৫ থেকে ৯টি আসন।
অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী ছত্তিশগড়ে কংগ্রেস পেতে পারে ৪০ থেকে ৫০ টি আসন, বিজেপি পেতে পারে ৩৬ থেকে ৪৬ টি আসন এবং অন্যান্যরা পেতে পারে ১ থেকে ৫টি আসন।
নিউজ ২৪ এবং টুডে’স চাণক্যের সমীক্ষা অনুযায়ী তেলেঙ্গানায় বিজেপি পেতে পারে ৭টি আসন, কংগ্রেস পেতে পারে ৭১ টি আসন এবং বিআরএস পেতে পারে ৩৩ টি আসন।
জন কি বাতের সমীক্ষা অনুযায়ী তেলেঙ্গানায় বিজেপি পেতে পারে ৭ থেকে ১৩ টি আসন, কংগ্রেস পেতে পারে ৪৮ থেকে ৬৪ টি আসন, বিআরএস পেতে ৪০-৪৫ টি আসন।
এছাড়াও আরও বিভিন্ন সংস্থা এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বুথ ফেরত সমীক্ষায় অংশগ্রহণ করেছিল। অধিকাংশ সংস্থার ক্ষেত্রেই বুথ ফেরত সমীক্ষার ফল অনেকটাই কাছাকাছি। তবে মনে রাখতে হবে বুথ ফেরত সমীক্ষার ফলাফল অনেক সময় হুবহু মিলে যায়, আবার অনেক সময় ধারে কাছে আসতে দেখা যায় না। সুতরাং আসল ফলাফল জানতে হলে অপেক্ষার রাখতে হবে ভোট গণনার দিকেই।