Cherry Little Ant: বাজার কাঁপাতে আসছে হুবহু TATA Nano-র মতোই গাড়ি! একচার্জে ছুটবে ৪১৬ কিমি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Cherry Little Ant the alternative electric car of Tata Nano is shaking up the market: যত দিন যাচ্ছে ততই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ভারতের অটোমোবাইলের ব্যবসা। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাজারে আসছে বিভিন্ন মডেলের গাড়ি। বর্তমানে জ্বালানী তেলের খরচ বৃদ্ধি পাওয়া, জ্বালানী ভাণ্ডার দ্রুতও ফুরিয়ে আসা এবং পরিবেশ দূষণের হাত থেকে বাঁচতে ইলেকট্রিক গাড়ি কেনার প্রতি ঝুঁকছেন ক্রেতারা। সেই অনুযায়ী বাজারে কোম্পানিগুলি বিভিন্ন মডেলের ইলেকট্রিক ভার্সন আনছে। সম্প্রতি টাটা ন্যানোও তার একটি ইলেকট্রিক ভার্সন ক্রেতাদের সামনে এনেছে। তবে আজকের প্রতিবেদনের যে বৈদ্যুতিক গাড়িটির কথা হয়েছে সেটি নিঃসন্দেহে টাটা ন্যানোকে যথেষ্ট প্রতিযোগিতার মুখে ফেলবে। এটি তার সওয়ারিদের দেয় কোনো রকম ঝামেলাহীন ভ্রমণের অভিজ্ঞতা। জেনে নিন এই বৈদ্যুতিক গাড়ির গতি, বৈশিষ্ট্য, দাম সহ অন্যান্য ফিচারস সম্পর্কে।

Advertisements
নতুন বৈদ্যুতিক গাড়ি চেরি লিটল অ্যান্ট (Cherry Little Ant)

ভারতবর্ষের অটোমোবাইল সেক্টরে নতুন ছাপ ফেলতে হাজির এই নতুন মডেলের গাড়িটি যার নাম চেরি লিটল অ্যান্ট (Cherry Little Ant)। গাড়িটির দাম সহ অন্যান্য ক্ষেত্রের চিত্তাকর্ষক পরিসীমা গ্রাহকদের নিশ্চিতভাবে আকর্ষিত করবে।

Advertisements
গাড়ির চার্জিং ক্ষমতা

সূত্রের খবর, প্রতিষ্ঠানের এই ইলেকট্রিক ভার্সনটিতে রয়েছে দ্রুত চার্জিং ক্ষমতা। চেরি লিটল অ্যান্ট মডেলটির সিঙ্গল চার্জ হতে সময় নেয় 30 মিনিট অর্থাৎ আধঘন্টা। যা এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণের জন্য চার্জিং জনিত কারণে যাত্রীকে বহুক্ষন ধরে অপেক্ষা করায় না। এই বৈশিষ্ট্যটি তাদের জন্য বিশেষভাবে উপকারী যারা সর্বদা গাড়ি নিয়ে চলাফেরা করেন এবং সেই সাথে এটি নির্ভরযোগ্যতাও প্রদান করে।

Advertisements
বৈদ্যুতিক গাড়ির বৈশিষ্ট্য

চেরি লিটল অ্যান্ট (Cherry Little Ant) এর ইলেকট্রিক ভার্সনটিতে দারুন কিছু বৈশিষ্ট্যে। কোম্পানি এই গাড়িতে প্রদান করেছে 35kWh লিথিয়াম আয়ন ব্যাটারি। যা সম্পূর্ণ চার্জে রেঞ্জ প্রদান করে 416 কিলোমিটার। অসাধারণ কার্যক্ষমতা রয়েছে এই ইলেকট্রিক ভার্সনের। পাশাপাশি এই গাড়ির আরও অন্যান্য যে ফিচারসগুলি রয়েছে তা হলো 8 ইঞ্চি টাচ স্কিন ইমফোর্টেনমেন্ট সিস্টেম। এমবেডেড নেভিগেশন সিস্টেম, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, 360 ডিগ্রি ক্যামেরা এবং ওয়্যারলেস চার্জার। এছাড়াও রয়েছে আরো উন্নত মানের অন্যান্য ফিচার্স। যা সাবধানে চলাফেরার জন্য এই গাড়িতে যুক্ত করা হয়েছে।

গাড়ির দাম

চেরি লিটল অ্যান্ট (Cherry Little Ant) গাড়ির ফিচার্সে যেমন প্রতিযোগিতা রয়েছে তেমন দামেও রয়েছে এই গাড়ির প্রতিযোগিতা। চীনায় এই গাড়ির দাম রয়েছে ৭৭,৯০০ থেকে ৮২,৯০০ ইউয়ান পর্যন্ত। যা ভারতীয় রুপিতে ৮.৯২ লাখ টাকা থেকে ৯.৪৯ লাখ টাকা পর্যন্ত। দামের সাথে রয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিভিন্ন ফেসিলিটি। গাড়ির পরিসীমা, গতিবেগ, প্রযুক্তি প্রভৃতির নিরিখে অন্যান্য বৈদ্যুতিক গাড়ির তুলনায় এই গাড়ি জনসমক্ষে পছন্দের উপরে রয়েছে। যা নিরাপদ ভ্রমণের আভাস দেয়।

Advertisements