Winter fashion ideas: হাজার হাজার টাকা নয়, মাত্র ২০০ টাকা থেকেই মিলবে শীতের পোশাক! রইল ঠিকানা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Winter fashion ideas are available at only rupees 200: ভারতবর্ষ হল মৌসুমী জলবায়ুর দেশ। যেখানে ঋতুর বৈচিত্রের তারতম লক্ষ্য করা যায়। গ্রীষ্মকালে অনুভূত হয় গরম, বর্ষায় হয় বৃষ্টিপাত এবং শীতকালে অনুভূত হয় কনকনে ঠান্ডা। সেই ঋতুর বৈচিত্র অনুযায়ী ইতিমধ্যে গ্রামেগঞ্জে হিমেল ছোঁয়ার পরশ লেগেছে। অনুভূত হচ্ছে হালকা হালকা ঠান্ডা। গ্রামের দিকে প্রতি ঘরে ঘরেই সোয়েটার, লেপ-কম্বল বেরিয়ে পড়েছে। পুরনো থাকলেও নতুন জিনিস কেনার ইচ্ছা সকলেরই থাকে। সেই মতো অনেকেই শীতের অনুষ্ঠানে বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য নতুন শীত পোশাক (Winter fashion ideas) কেনার কথা ভাবছেন। তা যদি কম দামে পাওয়া যায় কেমন লাগে?

Advertisements

আজকের প্রতিবেদনে তেমনি বেশ কিছু শীত পোশাক ভান্ডারের জায়গা উল্লেখ করা হয়েছে। যেখানে ৩০০ টাকার সোয়েটার পাওয়া যাবে ২০০ তে। কিনবেন নাকি? তাহলে ঝটপট জেনে নিন কোন কোন জায়গায় রয়েছে সেই শীত পোশাকের ভান্ডার।

Advertisements

আলমারি ভর্তি কাপড়-জামা থাকলেও নতুন কেনার শখ সকলেরই থাকে। বর্তমানে বাড়িতে বসে জামাকাপড় কেনার অন্যতম জায়গা হল অনলাইন প্লাটফর্ম অ্যামাজন, ফ্লিপকার্ট মিশো প্রভৃতি। তবে সেখানে জামাকাপড় কিনতে গেলে ফিক্সড রেটে কিনতে হয়। কিন্তু বার্গেনিং করে কেনার মজাই আলাদা। তবে সবসময় সবাই ফিক্সড্র রেটে জামাকাপড় কিনতে পছন্দ করে না। কেউ দড়াদড়ি করে কিনতেও ভালবাসেন। সেইসব জায়গাতেও ভালো ভালো ফ্যাশনেবল শীত পোশাক (Winter fashion ideas) বা জামাকাপড় পাওয়া যায়। তাই জেনে নিন কোন কোন জায়গায় ভালো ভালো ফ্যাশনেবল শীত পোশাক কম দামে পাওয়া যাবে।

Advertisements
ধর্মতলা

সাম্প্রতিক সময়ে দড়াদড়ি করে জিনিসপত্র কেনার অন্যতম স্থান হল ধর্মতলা। ধর্মতলা চত্বরে এই মার্কেট ‘নিউ মার্কেট’ নামে পরিচিত। যেখানে পাওয়া যায় ফ্যাশনেবল সমস্ত রকমের জামাকাপড়। শুধু জামা কাপড় নয়, আরো নানান সামগ্রী বিক্রি হয় এই জায়গায়। শীতের মরশুমে পাওয়া যায় জ্যাকেট, সোয়েটার, টুপি, সোয়েটারশার্ট, শাল, হুডি সহ নানা ধরনের ফ্যাশনেবল শীতপোশাক (Winter fashion ideas)। দাম কেমন? এখানে ৩০০-৩৫০ থেকে শুরু বিভিন্ন জ্যাকেট সোয়েটারশার্ট প্রভৃতি শীত পোশাক। যা বার্গেনিং করলে ২০০ টাকাতে পাওয়া যাবে। এছাড়াও, পাতলা শীতপোশাকগুলির দাম শুরু হচ্ছে ১৫০ টাকা থেকে। যা দড়াদড়ি করলে অনেকটাই কমে পাওয়া যাবে।

পার্কস্ট্রিট

নানা ধরনের ফ্যাশনেবল শীতের পোশাক সস্তায় পাওয়া যাবে পার্কস্ট্রিট চত্বরেও। দারুন দারুন নজর করা কালেকশন রয়েছে এই ফুট মার্কেটে। এখানেও বিভিন্ন ফ্যাশনেবল শীত পোশাকের দাম শুরু হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। যা দড়াদড়ি করলে অনেকটাই কমে পাওয়া যাবে। পার্কস্ট্রিটের কোথায়? সঠিক ঠিকানা যদি বলি তাহলে পার্কস্ট্রিট স্টেশনে নেমে গভর্নমেন্ট আর্ট কলেজের দিকে গেলে রাস্তার দুই ধারে এই ফুট মার্কেট দেখতে পাওয়া যাবে। যেখানে ওভারসাইজড জ্যাকেট থেকে শুরু করে নানা ধরনের কালেকশন পাওয়া যায়।

গড়িয়াহাট

কলকাতার অন্যতম স্থান এই গরিয়াহাট। বর্তমানে গড়িয়াহাট মার্কেটেরও নাম ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায়। এখানেও জামাকাপড় সহ বিভিন্ন সামগ্রী কিনতে ভিড় করেন বহু মানুষ। তবে শীতকালে এই মার্কেটে অসাধারণ শীত পোশাকের (Winter fashion ideas) কালেকশন পাওয়া যায়। থাকে দারুন দারুন স্টোল, সোয়েটার, জ্যাকেট সহ প্রভৃতি উইন্টার পোশাক। দামও খুব বেশি নয়, স্টোলের দাম শুরু ১০০ টাকা থেকে। স্টাইলিশ সোয়েটারের দাম শুরু ৪০০ টাকা। ৩৫০ টাকা থেকে শুরু বিভিন্ন জ্যাকেট। যা দরাদরি করলে ২০০ টাকায় নামতে পারে। খরচ বাঁচিয়ে দারুন দারুন শীত পোশাক পড়তে হলে চলে যান এই জায়গাগুলিতে। বার্গেনিং করে কিনে নিন পছন্দসই শীত পোশাক।

Advertisements