১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মিগজাউম! বাংলায় বাতিল এই ১৮টি ট্রেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আশঙ্কাকে সত্যি করেই বঙ্গোপসাগরে জন্ম নিতে চলেছে ঘূর্ণিঝড় মিগজাউম (Cyclone Michaung)। বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় জন্ম নেওয়ার পর তা মঙ্গলবার নেললোর ও মছিলিপত্তমের উপর দিয়ে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল পার করবে। যখন এই ঘূর্ণিঝড় উপকূলবর্তী এলাকা পার করবে তখন তার গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১০০ কিলোমিটার। ঘূর্ণিঝড়টির গতিবেগের কথা মাথায় রেখে এবং এর যে সকল প্রভাব পড়তে পারে তার কথা মাথায় রেখে আগাম সর্তকতা অবলম্বন করা হচ্ছে।

Advertisements

বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় স্থলভাগের উপর দিয়ে প্রবল গতিতে যাওয়ার আশঙ্কা করার পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উড়িষ্যা এবং পুদুচেরির বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। এইসব পরিস্থিতির কথা মাথায় রেখেই রেলের (Indian Railways) তরফ থেকে ১৪৪টি ট্রেন বাতিল করার ঘোষণা করা হয়েছে। এই ১৪৪ টি ট্রেনের মধ্যে ১৮টি ট্রেন রয়েছে বাংলার।

Advertisements

হাওয়া অফিস সূত্রে যা জানা যাচ্ছে তাতে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউম-এর প্রভাব বাংলার উপর সরাসরি পড়বে না। বাংলার উপর এর প্রভাব না পড়লে কেন বাংলা থেকে ১৮টি ট্রেন বাতিল করা হল? হাওড়া, শালিমার এবং সাঁতরাগাছি রেল স্টেশন থেকে ওই ১৮টি ট্রেন বাতিল করা হয়েছে, কারণ ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় না পড়লেও যে সকল ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি ঘূর্ণিঝড় প্রভাবিত এলাকার উপর দিয়েই যাতায়াত করে।

Advertisements
কোন দিন ১৮টি ট্রেন বাতিল থাকছে এবং তাদের নাম

৩ ডিসেম্বর বাতিল থাকবে ১২২৪৫ হাওড়া-স্যার এম বিশ্বেশরায়া টার্মিনাল বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস। ৫ ডিসেম্বর বাতিল ১২২৪৬ স্যার এম বিশ্বেশরায়া টার্মিনাল বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস।

৩ ডিসেম্বর এবং ৪ ডিসেম্বর বাতিল থাকবে ১২৮৩৯ হাওড়া-চেন্নাই মেল। ৪ ডিসেম্বর, ৫ ডিসেম্বর এবং ৬ ডিসেম্বর বাতিল থাকবে ১২৮৪০ চেন্নাই-হাওড়া মেল।

৩ ডিসেম্বর এবং ৪ ডিসেম্বর বাতিল থাকবে ১২৮৬৩ হাওড়া-স্যার এম বিশ্বেশরায়া টার্মিনাল বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। ৪ ডিসেম্বর, ৫ ডিসেম্বর এবং ৬ ডিসেম্বর বাতিল থাকবে ১২৮৬৪ স্যার এম বিশ্বেশরায়া টার্মিনাল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।

৩ ডিসেম্বর বাতিল থাকবে ১২৮৬৭ হাওড়া-পুদুচেরি সুপারফাস্ট এক্সপ্রেস। ৬ ডিসেম্বর বাতিল থাকবে ১২৮৬৮ পুদুচেরি-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।

৪ ডিসেম্বর বাতিল থাকবে ২২৮৬৩ হাওড়া-স্যার এম বিশ্বেশরায়া টার্মিনাল বেঙ্গালুরু সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস। ৬ ডিসেম্বর বাতিল থাকবে ২২৮৬৪ স্যার এম বিশ্বেশরায়া টার্মিনাল বেঙ্গালুরু-হাওড়া সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস।

৪ ডিসেম্বর, ৫ ডিসেম্বর এবং ৬ ডিসেম্বর বাতিল থাকবে ১২৮৪২ চেন্নাই সেন্ট্রাল-শালিমার করমণ্ডল এক্সপ্রেস। ৩ ডিসেম্বর ৪ ডিসেম্বর এবং ৫ ডিসেম্বর বাতিল থাকবে ১২৮৪১ শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস।

৩ ডিসেম্বর বাতিল থাকবে ১২৬৫৯ নাগরকইল জংশন-শালিমার গুরুদেব এক্সপ্রেস। ৬ ডিসেম্বর বাতিল থাকবে।

৪ ডিসেম্বর বাতিল থাকবে ২২৮৪১ সাঁতরাগাছি-তাম্বরম অন্ত্যোদয় এক্সপ্রেস। ৬ ডিসেম্বর বাতিল থাকবে ২২৮৪২ তাম্বরম-সাঁতরাগাছি অন্ত্যোদয় এক্সপ্রেস।

৩ ডিসেম্বর বাতিল থাকবে ২২৮৫৫ সাঁতরাগাছি-তিরুপতি সুপারফাস্ট এক্সপ্রেস। ৪ ডিসেম্বর বাতিল থাকবে ২২৮৫৬ তিরুপতি-সাঁতরাগাছি সুপারফাস্ট এক্সপ্রেস।

Advertisements