ভারতের এই ২৫ জন টোল ট্যাক্স না দিলেও ধরে না কেউ! জানেন তারা কারা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জাতীয় সড়ক হোক অথবা এক্সপ্রেসওয়ে, এই ধরনের রাস্তার উপর দিয়ে যাতায়াত করার জন্য দিতে হয় টোল ট্যাক্স (Toll Tax)। সরকারের তরফ থেকে এমন টোল ট্যাক্স নেওয়া হয় মূলত ওই রাস্তার রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য বিভিন্ন কাজ কর্মের জন্য। সরকারি নিয়ম অনুসারে প্রতিটি নাগরিককেই রাস্তার উপর দিয়ে যাতায়াতের সময় নির্দিষ্ট টোল প্লাজায় টোল ট্যাক্স দিতে হবে। যদি কেউ টোল ট্যাক্স ফাঁকি দিয়ে পালিয়ে যান অথবা পালানোর চেষ্টা করেন তাহলে সেটি অপরাধ বলে গণ্য করা হয় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

Advertisements

জাতীয় সড়ক অথবা এক্সপ্রেসওয়ের উপর থাকা এই সকল টোল প্লাজায় টোল ট্যাক্সের পরিমাণ একেবারেই কম তাও নয়। এক একটি টোল প্লাজায় ৫০ টাকা থেকে শুরু করে কয়েক’শ টাকা পর্যন্ত টোল নেওয়া হয়ে থাকে। তবে যেখানে ভারতের প্রতিটি নাগরিককে টোল প্লাজায় নির্দিষ্ট টোল জমা দিতে হয় সেই জায়গাতেই আবার ২৫ জন ক্যাটাগরির মানুষেরা রয়েছেন যাদের টোল দিতে হয় না। অর্থাৎ তারা যদি টোল না দেন তাতেও কিছু এসে যায় না, তাদের টোল দেওয়ার ক্ষেত্রে রয়েছে ছাড়।

Advertisements

২৫ জনের এই তালিকায় যারা রয়েছেন তারা অবশ্যই দেশের অন্যতম বিশিষ্ট ব্যক্তি। তাদের হাত দিয়েই দেশ চলে। তালিকায় রয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিটি রাজ্যের রাজ্যপাল, প্রত্যেক কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী, প্রধান বিচারপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী, লোকসভার স্পিকার, ভারত সরকারের সচিব, কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলির লেফটেন্যান্ট গভর্নর, পূর্ণ জেনারেল অথবা সমতুল্য পদে অধিষ্ঠিত চিফ অফ জেনারেল।

Advertisements

এছাড়াও এই তালিকায় রয়েছেন রাজ্যের আইন পরিষদের চেয়ারম্যান, রাজ্যের বিধানসভার স্পিকার, হাইকোর্টের প্রধান বিচারপতি, সাংসদ, সেনা কমান্ডার, রাষ্ট্রীয় সফরে আসা বিদেশি বিশিষ্টজনেরা, সেনাবাহিনীর ভাইস চিফ, রাজ্য সরকারের মুখ্য সচিব, সেক্রেটারি কাউন্সিল অফ স্টেট, রাজ্য আইনসভার সদস্য, সেক্রেটারি হাউস অফ পিপল, পরমবীর চক্র, অশোক চক্র, মহাবীর চক্র, কীর্তি চক্র, বীরচক্র এবং শৌর্য্য চক্র পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা।

এই সকল বিশিষ্ট ব্যক্তিদের টোল ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে ছাড় থাকার পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রক, নৌবাহিনী সেনারাও টোল ট্যাক্স দেওয়াই ছাড় পান। পাশাপাশি টোল ট্যাক্স দেওয়াই ছাড় দেওয়া হয় আধা সামরিক বাহিনী, ম্যাজিস্ট্রেট, পুলিশ, কেন্দ্রীয় ও রাজ্য সশস্ত্র বাহিনী, দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স, ন্যাশনাল হাইওয়ে অথরিটির যানবাহন যেগুলি জাতীয় সড়ক পরিদর্শনে যাতায়াত করে।

Advertisements