নিজস্ব প্রতিবেদন : দেখতে দেখতে বছর শেষ হতে চলেছে। ইতিমধ্যেই ডিসেম্বর শুরু হয়ে তরতরিয়ে দৌড়াচ্ছে। আবার ডিসেম্বর মাসে বিভিন্ন উৎসব পার্বণের জন্য রয়েছে একগুচ্ছ ছুটি। তবে এসবের মধ্যেই দেশের নাগরিকদের ৪টি কাজ সেরে ফেলতে হবে। UPI থেকে আধার কার্ড সংক্রান্ত এই ৪টি কাজ সঠিক সময়ে না করা হলে পরবর্তীতে ভোগান্তির শিকার হতে পারেন নাগরিকরা।
১) ব্যাঙ্কের লকার সংক্রান্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন সেই নির্দেশিকা অনুযায়ী প্রতিটি গ্রাহককে ব্যাংকের সঙ্গে প্রতিবছর একটি চুক্তি স্বাক্ষর করতে হবে। এই নির্দেশিকা জারি করা হয়েছে মূলত গ্রাহকদের সুবিধার জন্য। চুক্তি হলো গ্রাহকরা লকার ব্যবহার করলে তবেই ভাড়া দেবেন। এই চুক্তি স্বাক্ষরের মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর।
২) ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে দেশের প্রতিটি পেমেন্ট অ্যাপ এবং ব্যাংকগুলিকে সার্কুলার জারি করে নির্দেশ দিয়েছে কিছু ইউপিআই আইডি বন্ধ করে দেওয়ার জন্য। যে সকল ইউপিআই আইডি দীর্ঘ এক বছর ধরে ব্যবহার করা হয়নি সেগুলি বন্ধ করে দেওয়া হবে এমন নির্দেশিকার পরিপ্রেক্ষিতে। এখন কোন গ্রাহক যদি তার ইউপিআই আইডি এক বছর ধরে ব্যবহার করেননি এবং এখন তা বাঁচাতে চাইছেন তাহলে তাকে ৩১ ডিসেম্বরের মধ্যে লেনদেন করতে হবে।
৩) যে সকল বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাটে বিনিয়োগ করে থাকেন তাদের ৩১ ডিসেম্বরের মধ্যে জরুরী হিসাবে নমিনির নাম নথিভূক্ত করতে হবে। সেবির নির্দেশ অনুযায়ী গত ৩০ সেপ্টেম্বর এই কাজটি করার জন্য শেষ সময়সীমা দেওয়া হয়েছিল। যদিও পরবর্তীতে এই সময়সীমা বৃদ্ধি করে ডিসেম্বর পর্যন্ত করা হয়। বিনিয়োগকারীরা এই কাজটি না করলে পরবর্তীতে বিনিয়োগ করার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।
৪) ১০ বছর ধরে যারা আধার কার্ডের কোন কিছু আপডেট করেননি তাদের পরিচয়ের প্রমাণ, ঠিকানার প্রমাণ আপলোড করে আধার কার্ড আপডেট করার কথা জানিয়েছে ইউআইডিএআই। এই কাজটি করার জন্য ১০ ডিসেম্বর পর্যন্ত কোন খরচ নেওয়া হবে না। কিন্তু তারপর এই ধরনের কাজ করতে হলে কমপক্ষে ৫০ টাকা করে খরচ করতে হবে। সুতরাং খরচ বাঁচানোর জন্য আগাম এই কাজ করে নেওয়া দরকার।