LIC Jeevan Utsav Plan: ১০ শতাংশ নিশ্চিত লাভ! LIC নিয়ে এলো নতুন এক স্কিম

Prosun Kanti Das

Published on:

Advertisements

Get 10 percent profit on LIC Jeevan Utsav Bima Plan: লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি প্রতিষ্ঠিত হয়েছিল ১ সেপ্টেম্বর ১৯৫৬ সালে। ভারতের সংসদ বিমা শিল্পকে জাতীয়করণ করে ভারতের জীবন বিমা আইন পাস করা হয়। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন চলতি বছর চালু করলো তার নতুন বিমা পরিকল্পনা জীবন উৎসব (LIC Jeevan Utsav Plan)। এলআইসি বিএসই ফাইলিং-এ বলেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া রেগুলেশন, অর্থাৎ ২০১৫ -এর রেগুলেশন ৩০ অনুসারে, জানানো হচ্ছে যে কর্পোরেশন ২৯ নভেম্বর, ২০২৩ তারিখে তার নতুন পণ্য লঞ্চ করার ঘোষণা করেছে।

Advertisements

লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন -এর এই নয়া প্ল্যান নিশ্চিত ভালো রিটার্ন প্রদান করবে এবং যখন মেয়াদপূর্তি হয়ে যাবে, এই পলিসির যিনি ক্রেতা তিনি সারাজীবনের জন্য নিশ্চিত টাকার ১০ শতাংশ পাবেন। এলআইসি -এর জীবন উৎসব বিমা প্ল্যান (LIC Jeevan Utsav Plan) হল একটি সম্পূর্ণ জীবন বিমা যার দ্বারা বিভিন্ন সুবিধাগুলি বেছে নেওয়ার সুযোগ পাওয়া যায়।

Advertisements

এলআইসির এই প্রিমিয়ামে সীমিত প্রিমিয়াম পরিশোধের মেয়াদ কিন্তু ৫ থেকে ১৬ বছর। প্রিমিয়াম পরিশোধের মেয়াদে গ্যারান্টিযুক্ত সময় যোগ। নিয়মিত ইনকাম বেনিফিট বা ফ্লেক্সি ইনকাম বেনিফিট। এই বীমা পলিসির দ্বারা আপনি কমপক্ষে ৫ লাখ টাকা নিশ্চিত পাবেন। কয়েকদিন আগে এলআইসির চেয়ারম্যান সিদ্ধার্থ মোহান্তি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যে চলতি আর্থিক বছরে নতুন ব্যবসায়িক প্রিমিয়ামে দ্বিগুণ অঙ্কের বৃদ্ধি অর্জনের লক্ষ্যে আগামী মাসে ৩ থেকে ৪টি পণ্য লঞ্চ করেছে।

Advertisements

সিদ্ধার্থ মোহান্তি এই বিষয়ে জানিয়েছেন, গত বছরের তুলনায় এলআইসি দ্বিগুণ অঙ্কের প্রবৃদ্ধি প্রজেক্ট করছে। এটি অর্জন করতে একটি সাম্প্রতিক প্রবণতা এবং ব্যক্তিগত খুচরা ব্যবসায় বৃদ্ধি পাচ্ছে। সংস্থা নিজেদের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করার জন্য, কিছু নতুন আকর্ষণীয় পণ্য চালু করছে। নয়া এই পলিসি গ্রাহকদের জন্য সত্যিই সুখবর নিয়ে আসবে (LIC Jeevan Utsav Plan)।

লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া হল একটি ভারতীয় বহুজাতিক কোম্পানি যা পাবলিক সেক্টরের জীবন বীমার একটি বড় বিকল্প। এই কোম্পানির সদর দফতর মুম্বইতে অবস্থিত। ভারতের বৃহত্তম বিমা কোম্পানি হলো এলআইসি এবং সেই সঙ্গে ২০২৩ সালের মার্চ পর্যন্ত ৪৫.৭ ট্রিলিয়ন টাকার মূল্যের ব্যবস্থাপনার অধীনে মোট সম্পদ নিয়ে বৃহত্তম প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী। ভারতের এই সবথেকে বৃহৎ বীমা কোম্পানিটি ভারত সরকারের মালিকানাধীন এবং অর্থ মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণে রয়েছে।

Advertisements