Tips to Mountain Tour: প্রথমবার পাহাড়ে যাচ্ছেন! এই ৫ জিনিস মাথায় রাখতেই হবে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Tips to Do not make these mistakes in Mountain Tour: দেশে পুজোর মরশুম এখন শেষ, কিন্তু তাতে কি সামনেই তো আসন্ন শীতকাল। হালকা শীতের আবহে ঘুরতে যাবার মজাই কিন্তু আলাদা। এই সুন্দর আবহাওয়াতে ঘরে কোনোভাবেই মন বসানো যায়না। বাঙালি এমনিতেই ভ্রমণ প্রিয় একটি জাতি। সঠিক সুযোগ পেলে তারা পরিবার কিংবা বন্ধু বান্ধবদের সাথে বেরিয়ে পড়ে অজানাকে জানতে। ঘোরার তালিকায় অনেকেরই প্রথমেই থাকে পাহাড়, আবার এমন মানুষ আছে যারা আগে কখনই পাহাড় যায়নি। যাদের মনে শৈল শহর ঘোরার ইচ্ছা আছে তারা যেনো কোনোভাবেই এই পাঁচটি জিনিস না করে (Tips to Mountain Tour)।

Advertisements

এবার আপনাকে ঘুরতে যাবার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে (Tips to Mountain Tour), তা হলো কীভাবে যাবেন? কী কী দেখবেন? কোন পথ দিয়ে যাবেন? এই সমস্ত জিনিস আগে থেকেই ঠিক করে নিন। আপনি চাইলে ডাইরিতে লিখে রাখতে পারেন। তাহলে আর ঘোরার আগে ভাবতে হবে না। পরিকল্পনা অনুযায়ী সব সময় সব কাজ হয় না, তবে আগে থেকে একটু আইডিয়া করে নেওয়া ভালো।

Advertisements

পাহাড়ের আবহাওয়ার কোনো ভরসা নেই বদলে যায় চোখের নিমেষে। হয়তো আপনার দিনের বেলা খুব গরম লাগছে, রাতে কিন্তু জাঁকিয়ে শীত পড়বে। যখনই আপনি ঘুরতে যাবার জন্য প্যাকিং করবেন এই বিষয়টি মাথায় রাখবেন। প্রয়োজনে যেখানে যাচ্ছেন সেখানকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা জেনে রাখুন। বৃষ্টিপাত বা বরফ পড়ার সম্ভাবনা থাকলে সেই বিষয়েও খোঁজ নিন। এসব তথ্য আজকাল গুগলেই পাওয়া যায় (Tips to Mountain Tour)।

Advertisements

পাহাড়ে যাচ্ছেন বলে প্রচুর পরিমাণে শীতের পোশাক নেবেন না এতে আপনার ব্যাগের ওজন অনেকটাই বেড়ে যাবে। এমন পোশাক নিন যা আপনি ঘুরিয়ে ফিরিয়ে পরতে পারবেন। পাহাড়ে গেলে সর্বদা সাথে একটি ছাতা রাখা প্রয়োজনীয়। নিজের প্রয়োজনীয় ওষুধ সব সময় কাছে রাখুন। প্রথমবার পাহাড়ে গেলে এই ওষুধের সঙ্গে বমির ওষুধ অবশ্যই রাখবেন। বহু মানুষ এমন আছে যাদের পাহাড়ি রাস্তায় মাথা ঘোরায়, বমি পায় তাদের জন্য ওষুধ সত্যিই প্রয়োজনীয়। একটু কর্পুরও রাখতে পারেন। শুকলে আরাম পাওয়া যায়।

এরপর আসা যাক একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সেটি হলো পাহাড়ে যাওয়ার আগে জুতোর বিষয়টি খতিয়ে দেখা উচিত (Tips to Mountain Tour)। জুতো ঠিকঠাক না হলে চড়াই উতরাই পার করা বেশ যন্ত্রণার ব্যাপার। কারণ পাহাড়ের পথে হাঁটতে যতোই ভালো লাগুক, জুতো ঠিক না হলে দিনের শেষে পায়ে প্রবল ব্যথা হতে পারে। পা ঢাকা জুতো পরতে সর্বদা চেষ্টা করবেন। এতে শীত কিছুটা কম লাগবে এবং জুতোর সঙ্গে মোজা অবশ্যই পরবেন।

Advertisements