রাতের ঘুম উড়ছে চিনের! হু হু করে বাড়ছে GDP, অর্থনীতিতে তৃতীয় দেশ ভারত!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হাত ধরে দিন দিন বেড়ে চলেছে ভারতের জিডিপি (GDP)। দেশের অর্থনৈতিক এই উন্নতি দেশের প্রতিটি মানুষের জন্য গর্বের। কেননা যেভাবে ভারতের অর্থনীতির গ্রাফ ঊর্ধ্বমুখী তাতে মার্কিন এক সংস্থার দাবি অনুযায়ী, খুব তাড়াতাড়ি ভারত বিশ্বের শক্তিশালী অর্থনৈতিক দেশগুলিকে পিছনে ফেলে অনেক উপরে উঠে আসবে। ওই সংস্থার দাবি, ভারত খুব তাড়াতাড়ি বিশ্বের তৃতীয় অর্থনৈতিক দেশ হয়ে দাঁড়াবে।

Advertisements

মার্কিন আর্থিক সংস্থা এস অ্যান্ড গ্লোবাল দাবি করছে, ভারত ২০৩০ সালেই বিশ্বের তৃতীয় অর্থনৈতিক দেশ হয়ে দাঁড়াবে। চলতি অর্থ বর্ষে দেশের জিডিপি ৬.৪ শতাংশে পৌঁছে যাবে। ২০২৬ সালে ভারতের জিডিপি বেড়ে দাঁড়াবে ৭ শতাংশে। স্বাভাবিকভাবেই ভারতের এই জিডিপি বৃদ্ধির গ্রাফ দেখে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি ভারত বিশ্বের তৃতীয় অর্থনৈতিক দেশ হয়ে দাঁড়াবে।

Advertisements

এই মুহূর্তে ভারত বিশ্বের পঞ্চম অর্থনৈতিক দেশ হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। ভারতের আগে যে সকল দেশ রয়েছে সেগুলি হল মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, জার্মানি এবং জাপান। ভারত যদি ২০৩০ সালে বিশ্বের তৃতীয় অর্থনৈতিক দেশ হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে চিনকে নিয়ে টানাটানি হতে পারে। কেননা ভারত তৃতীয় অর্থনৈতিক দেশ হয়ে দাঁড়ালেই চীনের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করবে। স্বাভাবিকভাবেই জাত শত্রু হিসেবে ধরা চীনের রাতের ঘুম উড়তে শুরু করেছে এখন থেকেই।

Advertisements

মার্কিন আর্থিক সংস্থা এস অ্যান্ড গ্লোবালের তরফ থেকে জানানো হয়েছে, ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের জিডিপি পৌঁছে যাবে ৭ শতাংশে। ভারতের জিডিপি ৭ শতাংশে পৌঁছে যাওয়ার পর তাদের বিশ্বের তৃতীয় শক্তিশালী অর্থনৈতিক দেশ হয়ে ওঠার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। আশা করা হচ্ছে তিন বছরের মধ্যেই ভারতের অর্থনীতির চাকা দ্রুত গতিতে দৌড়াতে শুরু করবে।

রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল ৭.২%। তবে চলতি অর্থ বর্ষে এই বৃদ্ধির হার কিছুটা কমে দাঁড়াতে পারে ৬.৪ শতাংশে। এস অ্যান্ড গ্লোবাল সংস্থার তরফ থেকে অনুমান করা হচ্ছে আগামী অর্থবর্ষে ফের এই জিডিপি বৃদ্ধির হার অনেকটাই বাড়বে। ২০২৪-২৫ অর্থবর্ষে এই সূচক বেড়ে দাঁড়াবে ৬.৯ শতাংশে। এর পরের বছরই তা বেড়ে দাঁড়াবে ৭ শতাংশে। এমন পরিবর্তনের পিছনে মার্কিন ওই সংস্থার তরফ থেকে যে কারণ জানানো হচ্ছে তা হল, এতদিন ভারতের অর্থনীতি ছিল পরিষেবামূলক। কিন্তু এখন তাতে পরিবর্তন এসেছে এবং ভারতের অর্থনীতি এখন হয়ে দাঁড়াচ্ছে উৎপাদনমূলক। স্বাভাবিকভাবেই বিশ্বের অন্যতম একটি উৎপাদনশীল দেশে পরিণত হওয়ার দিকে ভারত এগিয়ে চলার কারণেই এমন উন্নতি হতে শুরু করেছে অর্থনীতিতে।

Advertisements