Offbeat Spot of Kurseong: ভুলে যাবেন দার্জিলিংকেও! টপাটপ খেতে পারবেন কমলালেবু, ঘুরে এই অফবিটে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Bagora is a mesmerizing offbeat tourist spot near Kurseong: রোজকার এই একঘেয়ে জীবন থেকে সবাই চায় কিছুদিনের ছুটি। অল্প দিনের জন্য কম খরচে ঘোরার জায়গা কিন্তু এরাজ্যে প্রচুর আছে শুধু যাওয়ার অপেক্ষা। সামনেই আসছে শীতকাল আর শীত মানেই তো এদিক সেদিক ঘুরতে যাওয়া। বন্ধুর সাথে কিংবা পরিবারের সাথে কিছুদিনের জন্য হারিয়ে যেতে ইচ্ছা করে প্রকৃতির মাঝে। কিন্তু যাবেন কোথায়? সেই ঘিঞ্জি দার্জিলিং নাকি অফবিট কোনও জায়গা। আর এই অফবিট (Offbeat Spot of Kurseong) বললেই একটা জায়গায় ঘুরে আসতেই পারেন। নাম বাগোরা।

Advertisements

কার্শিয়াংয়ের একটি ছোট্ট গ্রামের নাম হলো বাগোরা (Offbeat Spot of Kurseong)। এই পাহাড়ি গ্রামটি প্রায় ৭১৫০ ফুট উচ্চতায় অবস্থিত। চারিদিকে সবুজের আনাগোনা, বিভিন্ন ফুলের সম্ভার আর ভাগ্য ভালো থাকলে আপনি হোমস্টের জানালা খুললেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। সূর্যোদয় দেখার লোভে অনেকেই এই জায়গাটি বেছে নেয়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেনো এক স্বর্গীয় অনুভূতির সমান।

Advertisements

সুন্দর পাহাড়ি গ্রাম (Offbeat Spot of Kurseong)আর তার মধ্যে দিয়ে এই চলে গেছে পাহাড়ি রাস্তা। পুরোটাই যেন একেবারে ছবির মত। দুপাশে লম্বা গাছের সারি, কুয়াশায় মোড়া চারদিক। প্রিয়জনকে সাথে নিয়ে এরকম জায়গায় আসলে জীবনটাকে মনে হবে সবথেকে মধুর। রাত কাটাতে চাইলে সরকারি বাংলোতে ভালো ব্যবস্থা পাওয়া যাবে। একাধিক হোমস্টেও গড়ে উঠছে। তবে অবশ্যই আসার আগে প্রি-বুকিং করতে হবে।

Advertisements

আরও পড়ুন ? Samthar: দিঘা, পুরি একঘেয়েমি! এবার ঘুরে আসুন মন ভোলানো এই অফবিট জায়গা! গ্যারান্টি ভালো লাগবেই

আপনি যদি এই জায়গায় (Offbeat Spot of Kurseong)ঘুরতে আসেন পাশাপাশি আরো বহু জায়গা আপনি করতে পারবেন। এখান থেকে প্রায় ৪ কিমি দূরে রয়েছে চিমনি গ্রাম। ব্রিটিশ আমলের বহু নিদর্শন আজ এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এছাড়া ১২ কিমি দূরে রয়েছে মংপু। ৮ কিমি দূরে রয়েছে চটকপুর। সবকটি জায়গা সত্যি অতুলনীয়। কার্শিয়াং থেকে প্রায় ১৭ কিমি দূরে রয়েছে এই বাগোরা গ্রাম আর বাগোরার কাছ দিয়েই বয়ে গিয়েছে তিস্তা নদী। এখানে রয়েছে প্রচুর কমলালেবুর বাগান, এছাড়াও বহু পর্যটক কমলালেবুর বাগান দেখার জন্য সিটং যান। এখানে আসলেও আপনি নিরাশ হবেন না।

ছবি তোলা যাদের নেশা কিংবা যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটির সব থেকে আদর্শ একটি জায়গা। এখান থেকে সিটং চলে যেতে পারেন, যা কমলালেবুর গ্রাম বলে পরিচিত। আজকাল বহু পর্যটকের ভিড় হচ্ছে সিটং এ। দুদিনের জন্য স্বল্প খরচে এখানে বেড়াতে আসলে আপনি ভরপুর এনার্জি নিয়ে যেতে পারবেন। এনজেপি, বাগডোগরা কিংবা দার্জিলিং মোড় থেকে সরাসরি গাড়ি পাওয়া যায়। তাতে করেই আসতে পারেন সিটং। অনেকে আবার কার্শিয়াং এসে সেখান থেকে বাগোরা আসেন। আসা-যাওয়া করার পথে প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে।

Advertisements