নিজস্ব প্রতিবেদন : প্রতিদিনই দেশের মানুষদের ঘুরতে যাওয়া থেকে শুরু করে নিজেদের কাজকর্মের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। ভারতীয় নাগরিকরা এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াতের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভরসা করে থাকেন ভারতীয় রেলের (Indian Railways) উপর। প্রতিদিন প্রায় এক কোটি মানুষ রেল পরিষেবার ওপর ভর করে যাতায়াত করে থাকেন। বিপুলসংখ্যক মানুষের এমন ভরসার কারণে ট্রেনের টিকিট নিয়ে হামেশাই আকাল দেখা যায়। এরই মধ্যে এবার রেলের তরফ থেকে ট্রেনের টিকিট বাতিলের নিয়মে বদল আনা হলো।
প্রতিদিন যেমন প্রায় এক কোটি মানুষ রেল পরিষেবার উপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন, ঠিক সেই রকমই আবার প্রতিদিন আগাম বুকিং করে রাখা হাজার হাজার টিকিট বাতিলও করে থাকেন যাত্রীরা। মূলত পরিকল্পনা করেও সেই পরিকল্পনা অনুযায়ী সফর করতে না পারার কারণেই তারা টিকিট বাতিল করেন। তবে এবার টিকিট বাতিলের ক্ষেত্রে যে নিয়ম জারি করা হয়েছে তাতে বাতিলের জন্য দ্বিগুণ টাকা খসবে পকেট থেকে। যে কারণে টিকিট বাতিলের আগে নতুন ক্যানসেলেশন ফি দেখে নেওয়া দরকার।
নতুন নিয়ম অনুসারে ট্রেনের টিকিট ক্যানসেল করার জন্য ক্যানসেলেশন ফি বাড়ানোর পাশাপাশি ক্যানসেলেশন ফি হিসাবে যে টাকা কাটা হবে তার উপর আবার ৫% জিএসটি বসানো হবে। এর ফলে টিকিট বাতিল করলে নামমাত্র টাকা ফেরত পাওয়া যাবে। ৪৮ ঘন্টা আগে টিকিট বাতিল করলে কিছুটা হলেও টাকা ফেরত পাওয়া সম্ভব। তবে এরপর সময় যতই পার হবে ততই টিকিট বাতিলের টাকা ফেরতের পরিমাণ হু হু করে কমবে। আবার নিয়ম অনুসারে ট্রেন ছেড়ে দিলে টাকা ফেরত পাওয়ার অংক হয়ে যায় শূন্য।
টিকিট কনফার্ম না হলে যাত্রীরা পুরো টাকা ফেরত পান। রেলের তরফ থেকে এই নিয়মে কোন পরিবর্তন আনা হচ্ছে না। কিন্তু যদি টিকিট একবার কনফার্ম হয়ে যায় এবং তারপর বাতিল করা হয় তাহলেই শুরু হয় চার্জ। আগে ট্রেন ছাড়ার ৪৮ ঘন্টা আগে টিকিট ক্যানসেল করা হলে যে চার্জ নেওয়া হতো ১২০ টাকা তা এখন নেওয়া হচ্ছে ২৪০ টাকা। এর সঙ্গে আবার যোগ করা হবে পাঁচ শতাংশ জিএসটি। এই নিয়ম প্রথম শ্রেণীর কামরার টিকিটের জন্য প্রযোজ্য।
এখন দেখে নেওয়া যাক অন্যান্য শ্রেণীর টিকিট বাতিল করলে কত টাকা কাটা হবে? এসি টু টিয়ারের বাতিল খরচ ১০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২০০ টাকা, এসি থ্রি টিয়ারের বাতিল খরচ ৯০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৮০ টাকা, স্লিপারের টিকিটের বাতিল খরচ ৬০ থেকে বেড়ে ১২০ টাকা এবং সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে ৩০ থেকে বেড়ে হয়েছে ৬৩ টাকা। সঙ্গে লাগবে ৫ শতাংশ হারে জিএসটি। এর পাশাপাশি ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টা থেকে ১২ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করা হলে কাটা হবে ২৫ শতাংশ টাকা। ট্রেন ছাড়ার ১২ ঘন্টা থেকে ৬ ঘন্টার মধ্যে টিকিট বাতিল করা হলে পাওয়া যাবে ৫০ শতাংশ টাকা ফেরত। এক্ষেত্রেও নিয়মে প্রচুর বদল করা হয়েছে। এর পাশাপাশি এই সকল ক্যান্সেলেশন চার্জের সঙ্গে ৫ শতাংশ জিএসটি যোগ করা হবে।