দীঘায় গিয়ে খরচ নয়, উল্টে মোটা টাকা লাভ! সামনেই বড় সুযোগ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বছরের বিভিন্ন সময় দীঘায় (Digha) হাজার হাজার পর্যটক ঘুরতে আসেন। যে কারণে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) এই সমুদ্র সৈকতকে পশ্চিমবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র ধরা হয়ে থাকে। তবে যে কোন পর্যটন কেন্দ্রের মতোই দীঘায় ঘুরতে যাওয়া মানেই টাকা খরচের গল্প থেকেই যায়। কিন্তু ডিসেম্বর মাসে একটি বড় সুযোগ রয়েছে, আর সেই সুযোগের পরিপ্রেক্ষিতে টাকা খরচের বদলে উল্টে লাভ করা যাবে।

Advertisements

দীঘায় ডিসেম্বর মাসে বড়দিনের সময় প্রচুর পরিমাণে পর্যটক প্রতিবছর এসে থাকেন। সেই মতো এই বছরও পর্যটকদের আগমন নিয়ে খামতি হবে না এমনই আশা করা হচ্ছে দীঘার হোটেল মালিক থেকে শুরু করে অন্যান্য ব্যবসায়ীদের তরফ থেকে। আর এই বড়দিনের সময়েই দীঘায় রোজগার করার সুযোগ রয়েছে। যদিও সেই সুযোগ সাধারণ পর্যটকদের কাজে লাগানো খুব কঠিন। কারণ লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হলেও যথেষ্ট অভিজ্ঞ হতে হবে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য।

Advertisements

মূলত দিঘায় বড়দিনের আগেই আয়োজন করা হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের ক্রীড়া প্রতিযোগিদের নিয়ে জমজমাটি ক্রীড়া আসর। ‘দূষণ নয়, সবুজের জন্য দৌড়ান’ থিমকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর রেড রোড অ্যাসোসিয়েশন এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও সংবাদ মাধ্যমের সহযোগিতায় আগামী ২৪ ডিসেম্বর ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। যদিও এই ম্যারাথন প্রতিযোগিতা এই বছর প্রথম নয়, গত বছরও আয়োজন করা হয়েছিল।

Advertisements

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনলাইনে আবেদন করা যেতে পারে। অনলাইনে আবেদন করার জন্য www.dighabeachmarathon.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এছাড়াও ৯৭৩২৫৫২৩০/ ৯৪৩৪৫৬৯৯৯৬ নম্বরে ফোন করেও আবেদন করা যেতে পারে। বয়সের ভিত্তিতে এবং মহিলা ও পুরুষের ভিত্তিতে বিভিন্ন ধরনের ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কোনোটি রয়েছে ২১ কিলোমিটারের, কোনোটি আবার ১০ কিলোমিটার, তো কোনোটি ৫ কিলোমিটার। এইসব প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি হিসেবে জমা দিতে হবে।

পুরো প্রতিযোগিতার জন্য ১০ লক্ষ টাকা পুরস্কার রাখা হয়েছে। এই টাকা বিভিন্ন বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। মোট ৫০ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারের যেসব তালিকা দেওয়া হয়েছে তাতে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পুরস্কার রয়েছে। সর্বনিম্ন পুরস্কার রয়েছে ৫০০০ টাকা।

Advertisements