ECIL Recruitment: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! ইসিআইএল নিয়োগ করতে চলেছে ৩৬৩ জন কর্মী

Prosun Kanti Das

Published on:

Advertisements

Notice for 363 employees Recruitment in ECIL: চাকরির জন্য যারা এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর। কর্মী নিয়োগ শুরু হতে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর(ECIL Recruitment) জন্য এবং বেশ কিছু লোভনীয় শূন্যপদ রয়েছে। নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই সংস্থার তরফ থেকে। এই রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা ডিপ্লোমা যোগ্যতাসম্পন্নদের দুটো ভিন্ন পদে প্রশিক্ষণ দেওয়া হবে। যেসব আবেদনকারীরা এই পদের জন্য আগ্রহী তারা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে মঙ্গলবার থেকেই।

Advertisements

এটি হলো কেন্দ্রের একটি পারমাণবিক শক্তি দফতরের অধীনস্থ সংস্থা যারা নিয়োগ করবে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিস (জিইএ) এবং ডিপ্লোমা/ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে। দুটো পদ মিলিয়ে মোট ২৫০ এবং ১১৩টি শূন্যপদ আছে অর্থাৎ মোট শূন্যপদের সংখ্যা হলো ৩৬৩।

Advertisements

এই কোম্পানি থেকে যে সমস্ত ইঞ্জিনিয়ারিংয়ের শাখায় উক্ত পদগুলিতে নিয়োগ করা হবে তা হলো ইসিই, সিএসই, মেকানিক্যাল, ইইই, সিভিল এবং ইআইই। যদি কোনো কারণে সংশ্লিষ্ট শূন্যপদগুলি পূরণ না হয় তাহলে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিস পদে ডিপ্লোমা যোগ্যতাসম্পন্নদের অথবা ডিপ্লোমা/ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে স্নাতক যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করা হবে(ECIL Recruitment)। যোগ্য চাকরিপ্রার্থীদের বয়সসীমা হতে হবে অনূর্ধ্ব ২৫ বছর।

Advertisements

পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ২৫ বছর। অবশ্য সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। এই সংস্থায়(ECIL Recruitment) গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিস (জিইএ) এবং ডিপ্লোমা/ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে নিযুক্তদের বৃত্তির পরিমাণ হবে ৯০০০ টাকা এবং ৮০০০ টাকা প্রতি মাসে। এক বছর ধরে দুটো পদে প্রশিক্ষণ দেওয়া হবে।

তবে যারা আবেদন করতে চান তাদের অবশ্যই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়গুলিতে চার বছরের বিই/ বিটেক বা তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম বা ন্যাটস-এ গিয়ে নাম নথিভুক্ত করার পর সংস্থার ওয়েবসাইটে গিয়ে পদগুলিতে অনলাইনে আবেদন করতে হবে। আগামী ১৫ ডিসেম্বর এই পদগুলিতে আবেদনের জন্য শেষ দিন। যারা আবেদন করবেন তাদের নথি যাচাইকরণের পর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এই পদে নিয়োগ করা হবে। তবে এই পদে প্রশিক্ষণ শুরু হবে পরের বছর ১ জানুয়ারি। প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে এই সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

Advertisements